বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৯টির বা ২৩ দশমিক ৫৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩৫ দশমিক ৩০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৬৪ দশমিক ৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২৯ দশমিক ৩০ টাকা বা ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিচ হ্যাচারির ৭ দশমিক ৯৩ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানির ৭ দশমিক ১৩ শতাংশ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজের ৫ দশমিক ৮৭ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৯৭ শতাংশ, কোহিনূর কেমিক্যাল কোম্পানির ৪ দশমিক শূন্য ৮০ শতাংশ, সামিট অ্যালায়েন্সের ৪ দশমিক ৬০ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ৫৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৪ দশমিক ৪৬ শতাংশ এবং প্রগতি ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৩৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/২ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ