1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
উত্থান পুঁজিবাজারে স্বস্তিতে বিনিয়োগকারী
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

উত্থান পুঁজিবাজারে স্বস্তিতে বিনিয়োগকারী

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
print sharing button

মোহাম্মদ আনিসুজ্জামান : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। দুই স্টকেই লেনদেন পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইর লেনদেন বেড়ে সাতশ কোটি টাকার কাছাকাছিতে চলে এসেছে। আর সিএসইর লেনদেন বেড়ে সাড়ে ১০ কোটি টাকার ঘরে এসেছে। পুঁজিবাজারে এ ধরনের লেনদেন সহ সব ধরনের সূচক বৃদ্ধিতে বেশ স্বস্তিতে রয়েছেন বিনিয়োগকারীরা। মতিঝিলের সিকিউরিটিজ হাউজগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

লেনদেন ও সূচক বৃদ্ধির প্রসঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলেন, সপ্তাহের প্রথম চার কার্যদিবসের (রবিবার থেকে বুধবার) মতো বৃহস্পতিবারেও ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এদিন (বৃহস্পতিবার) বিক্রেতার চাপ ক্রেতার চেয়ে কিছুটা বেশি। একই অবস্থা ছিল সিএসইতেও। উত্থান বাজারেও ডিএসইতে ৯১টি কোম্পানির শেয়ার দর কমেছে। ৭৯টির বেড়েছে। সিএসইতে ৪৮টি কোম্পানির শেয়ার দর কমেছে। ৪৩টির বেড়েছে।

আরও বলেন, চলতি বছরের শুরুতে পুঁজিবাজারের লেনদেন ছিল মন্দা। একই সঙ্গে সূচকেও ছিল পতন। সময়ে পালাক্রমে পুঁজিবাজার সেই মন্দা লেনদেন থেকে বেড়িয়ে এসেছে । বছরের শুরুর ডিএসইর দেড়শ কোটি টাকার লেনদেন বর্তমানে ৭শ কোটি টাকার কাছাকাছিতে চলে এসেছে। এরই মধ্যে বেড়েছে সব ধরনের সূচকও। এই ধরনের বৃদ্ধির একই অবস্থা সিএসইতেও রয়েছে। বৃদ্ধির বিষয়টি পুঁজিবাজারের জন্য ইতিবাচক বলে এমনটিই মনে করছেন সংশ্লিষ্টরা।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৬৮৭ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৪ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৭৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৩ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রেমে ২ হাজার ২৩০ দশমিক ৭৩ পয়েন্টে ও ১ হাজার ৩৭৩ দশমিক ৯৬ পয়েন্টে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯টি এবং কমেছে ৯১টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৫টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৬১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ৪১ কোটি ২৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৪১ কোটি ৭ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ৩২ কোটি ১৮ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২৯ কোটি ১ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ২৮ কোটি ৪৩ লাখ টাকা, বসুন্ধরা পেপার ২৪ কোটি ২৪ লাখ টাকা, আমরা নেটওয়ার্ক ২৩ কোটি ৮৯ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্ট ২০ কোটি ৫৯ টাকা এবং ইউনিক হোটেল ২০ কোটি ৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে, সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ১০ কোটি ৫৬ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৩টি, কমেছে ৪৮টি এবং পরিবর্তন হয়নি ৭৭টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৩ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৩ দশমিক ২৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ১১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪৪ দশমিক ৬৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২৫ দশমিক ৯১ পয়েন্ট এবং সিএসআই সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৩২ দশমিক শূন্য ৭ পয়েন্টে, ১৩ হাজার ৩৩৪ দশমিক ১৪ পয়েন্টে, ১১ হাজার ১৩৯ দশমিক ৭৬ পয়েন্টে এবং ১ হাজার ১৭৬ দশমিক ৮৯ পয়েন্টে।

এদিন সিএসইতে আমরা নেটওয়ার্কসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন আমরা নেটওয়ার্কস ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আমরা টেকনোলজি ১ লাখ ৫০ হাজার টাকা, ইস্টার্ন কেবলস ১ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ৮০ হাজার টাকা, লার্ফাজ-হোল্ডসিম ৭০ হাজার টাকা, একটিভ ফাইন ৬০ হাজার টাকা, ইউনিক হোটেল ৫০ হাজার টাকা, বসুন্ধরা পেপার ৩০ হাজার টাকা এবং এসিআই ৩০ হাজার টাকার শেয়ার কেনাবেচা হয়।

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ