স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ডের শিরোপা জিতেছে আর্সেনাল। এ নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ বার কমিউনিটি শিল্ডোর শিরোপা জিতল দলটি। ২১ বার শিরোপা জিতে সবার উপরে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ১৫টি শিরোপা লিভারপুলের।
শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে শুরুটা দারুন করে লিভারপুল। গোছালো আক্রমণে আর্সেনালের রক্ষণে চাপ বাড়াতে থাকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। ম্যাচের সপ্তম মিনিটে ফ্রি-কিকে পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দিয়েছিলেন লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। কিন্তু অফসাইডে গোলটি বাতিল হয়ে যায়।
দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় আর্সেনাল। বাঁ দিক থেকে বল পেয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন এমেরিক অবামেয়াং। এরপর চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারছিল না লিভারপুল। দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে লিভারপুলের পক্ষে সমতাসূচক গোলটি করেন তাকুমি মিনামিনো।
বাকি সময়ে বহু চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি কোন দল। খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে লক্ষ্যভেদ করেন আর্সেনালের সবাই। কিন্তু লিভারপুলের রিয়ান ব্রিয়াস্টারের শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়। ফলে শিরোপা চলে যায় আর্সেনালের ঘরে।
বিজনেস আওয়ার/৩০ আগস্ট, ২০২০/এ