বিজনেস আওয়ার প্রতিবেদক (যশোর): পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল থেকে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বন্ধ। তবে এ পথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সচল রয়েছে।
এ প্রসঙ্গে বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, আশুরা উপলক্ষে সরকারী ছুটির কারণে আমদানি রফতানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার সকাল থেকে পুনরায় দুই দেশের আমদানি-রফতানি বাণিজ্য সচল হবে।
বন্দরের আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বলেন, বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন প্রায় ৪শ ট্রাক বিভিন্ন পণ্য ভারত থেকে আমদানি হয়ে থাকে। আর বাংলাদেশ থেকে ভারতে রফতানি হয় দেড়শ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য। একদিনে আমদানি পণ্য থেকে সরকারের রাজস্ব আসে প্রায় ২০ কোটি টাকা।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভাইরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন হোসেন বলেন, এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম সচল রয়েছে। ভারতে অবস্থানরত বাংলাদেশিরা দেশে ফিরছেন। এছাড়া করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রাও ফিরে যাচ্ছেন।
বিজনেস আওয়ার/৩০ আগস্ট, ২০২০/এ