বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপির যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকাসহ সব বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ৮টি বিভাগীয় শহরের বাইরে কুমিল্লা ও ফরিদপুর শহরে সমাবেশ করবে তারা। এতে বড় জনসমাগম করার চিন্তা করছে দলটি।
দুপুর ২.৩০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে ঢাকা বিভাগীয় সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র জানিয়েছে, আজকের সমাবেশ থেকে জনসম্পৃক্ত ইস্যুতে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হতে পারে।
তবে, সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাস প্রতিরোধের অংশ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগও সতর্কতার পাশাপাশি শান্তি সমাবেশ কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে বলে জানা গেছে।
দলের জ্যেষ্ঠ নেতাদের ১০টি বিভাগীয় সমাবেশের দায়িত্ব দেওয়া হয়েছে: ঢাকার সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া কুমিল্লায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহীতে মির্জা আব্বাস, খুলনায় গয়েশ্বর চন্দ্র রায়, বরিশালে আবদুল মঈন খান, চট্টগ্রামে নজরুল ইসলাম খান, ময়মনসিংহে আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিলেটে সেলিমা রহমান, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান বরকতউল্লা ও রংপুরে মো. শাহজাহান প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া দলের নির্বাহী কমিটির নেতাদেরও নিজ নিজ বিভাগীয় সমাবেশে অংশ নিতে কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকার মতো অন্যান্য বিভাগীয় সমাবেশও বেলা দুইটায় অনুষ্ঠিত হবে।
বিএনপির পাশাপাশি অন্য দল ও জোটগুলো রাজধানীর পাঁচটি স্থানে সমাবেশ করবে।
বিজনেস আওয়ার/৪ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ