বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলসের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। ওইদিনে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষনা আসতে পারে। একই দিনে কোম্পানিটির সর্বশেষ ছয় মাস (জুলাই-ডিসেম্বর ২০২২ সাল) বা দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা হবে। রবিবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রিমিয়ার সিমেন্ট মিলসের পর্ষদ সভা আগামী ১৩ ফেব্রুয়ারি দুপুর ৩টায় শুরু হবে। সভায় কোম্পানিটির সমাপ্ত বছরের (জুলাই ২০২১ সাল – জুন ২০২২ সাল) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে। ওই সভা থেকে সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষনা আসতে পারে।
একই দিনে (১৩ ফেব্রুয়ারি) কোম্পানিটির প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২২ সাল) ও দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর ২০২২ সাল) আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা হবে। প্রথম প্রান্তিক সভা বিকেল ৪ টায় এবং দ্বিতীয় প্রান্তিক বিকেলে ৫টায় অনুষ্ঠিত হবে।
সভার প্রসঙ্গে প্রিমিয়ার সিমেন্ট মিলসের সচিব কাজী মো. শফিকুর রহমান বলেন, বেশকিছু জটিলতার কারনে আমরা আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভাগুলো করতে পারিনি। সব জটিলতা কাটিয়ে ১৩ ফেব্রুয়ারি পৃথক সময়ে তিনটি পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ওইদিনে (১৩ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় সমাপ্ত বছরের (জুলাই ২০২১ – জুন ২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একদিনে বিকেল ৪ টায় প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২২) এবং বিকেল ৫টায় দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর ২০২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা হবে। সভা শেষে আর্থিক প্রতিবেদনগুলো বিনেয়াগকারীদের উদ্দেশ্যে প্রকাশ করা হবে।
বিজনেস আওয়ার/৫ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড