ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রায় ৩ কেজি স্বর্ণসহ যুবক গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক: সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ মো. মিঠু সরদার (২৩) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন বাকাল ব্রীজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠু সরদার সাতক্ষীরা শহরতলীর থানাঘাটা এলাকার মো. শওকত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজালাল ও এএসআই জিয়া মিঠুর মোটরসাইকেল থামিয়ে চ্যালেঞ্জ করে। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো অতি কৌশলে মোটরসাইকেলের চেসিসের ভেতর টেপ দিয়ে লাগানো ছিল।

তিনি বলেন, মিঠু ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

ওসি আরও বলেন, স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস আওয়ার/০৬ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রায় ৩ কেজি স্বর্ণসহ যুবক গ্রেফতার

পোস্ট হয়েছে : ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বারসহ মো. মিঠু সরদার (২৩) নামে এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন বাকাল ব্রীজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। মিঠু সরদার সাতক্ষীরা শহরতলীর থানাঘাটা এলাকার মো. শওকত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজালাল ও এএসআই জিয়া মিঠুর মোটরসাইকেল থামিয়ে চ্যালেঞ্জ করে। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো অতি কৌশলে মোটরসাইকেলের চেসিসের ভেতর টেপ দিয়ে লাগানো ছিল।

তিনি বলেন, মিঠু ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন।

ওসি আরও বলেন, স্বর্ণের বারগুলোর ওজন ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজনেস আওয়ার/০৬ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: