ঢাকা , রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তিন ফসলি জমিতে অবকাঠামো নির্মাণে অনুমোদন লাগবে

  • পোস্ট হয়েছে : ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • 69

বিজনেস আওয়ার প্রতিবেদক: গ্রামে তিন ফসলি জমিতে কোনও অবকাঠামো নির্মাণ করতে হলে ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, এরইমধ্যে পরিপত্র জারি করে সেই ঘোষণা দেওয়া হয়েছে। তিন ফসলি জমি আমরা নষ্ট করতে দেব না।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিণালয়ের সভাকক্ষে এক আলোচনাসভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, তিন ফসলি জমি আমরা নষ্ট করতেই দেব না। তবে গ্রামকেও যাতে পরিকল্পিতভাবে উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। শহরে অবকাঠামো নির্মাণ করতে হলে সিটি করপোরেশন ও রাজউক থেকে অনুমোদন নিতে হয়। তেমনি পৌরসভা এলাকায় অনুমতির দরকার পড়ে। গ্রামেও তিন ফসলি জমিতে অবকাঠামো নির্মাণে ইউনিয়ন পরিষদের অনুমোদন লাগবে।

যদিও ইউপিতে গেলে হয়রানির শিকার হতে হয়, এছাড়াও যোগ্য প্রকৌশলী নেই- এমন বিভিন্ন অভিযোগ জনগণের আছে জানিয়ে তিনি বলেন, যা আমাদের মোকাবিলা করতে হবে। কাজ করতে গেলে কিছু চ্যালেঞ্জ আসবেই। সবার সহযোগিতায় তা মোকাবিলা করতে হবে।

স্থানীয় সরকার দিবস পালনের বিষয়ে মন্ত্রী বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনে ২৫ সেপ্টেম্বরের কথা বলা হয়েছে। তবে এ দিনটি পরিবর্তন হয়ে যেতে পারে। যে কারণে এখন নিশ্চিত করে বলছি না। তবে স্থানীয় সরকার দিবস উদ্‌যাপনে প্রত্যন্ত অঞ্চলের জনপ্রতিনিধি এবং জনগণের সম্পৃক্তার প্রয়োজন রয়েছে।

বিজনেস আওয়ার/৭ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তিন ফসলি জমিতে অবকাঠামো নির্মাণে অনুমোদন লাগবে

পোস্ট হয়েছে : ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: গ্রামে তিন ফসলি জমিতে কোনও অবকাঠামো নির্মাণ করতে হলে ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেছেন, এরইমধ্যে পরিপত্র জারি করে সেই ঘোষণা দেওয়া হয়েছে। তিন ফসলি জমি আমরা নষ্ট করতে দেব না।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিণালয়ের সভাকক্ষে এক আলোচনাসভা শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, তিন ফসলি জমি আমরা নষ্ট করতেই দেব না। তবে গ্রামকেও যাতে পরিকল্পিতভাবে উন্নয়ন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। শহরে অবকাঠামো নির্মাণ করতে হলে সিটি করপোরেশন ও রাজউক থেকে অনুমোদন নিতে হয়। তেমনি পৌরসভা এলাকায় অনুমতির দরকার পড়ে। গ্রামেও তিন ফসলি জমিতে অবকাঠামো নির্মাণে ইউনিয়ন পরিষদের অনুমোদন লাগবে।

যদিও ইউপিতে গেলে হয়রানির শিকার হতে হয়, এছাড়াও যোগ্য প্রকৌশলী নেই- এমন বিভিন্ন অভিযোগ জনগণের আছে জানিয়ে তিনি বলেন, যা আমাদের মোকাবিলা করতে হবে। কাজ করতে গেলে কিছু চ্যালেঞ্জ আসবেই। সবার সহযোগিতায় তা মোকাবিলা করতে হবে।

স্থানীয় সরকার দিবস পালনের বিষয়ে মন্ত্রী বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনে ২৫ সেপ্টেম্বরের কথা বলা হয়েছে। তবে এ দিনটি পরিবর্তন হয়ে যেতে পারে। যে কারণে এখন নিশ্চিত করে বলছি না। তবে স্থানীয় সরকার দিবস উদ্‌যাপনে প্রত্যন্ত অঞ্চলের জনপ্রতিনিধি এবং জনগণের সম্পৃক্তার প্রয়োজন রয়েছে।

বিজনেস আওয়ার/৭ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: