বিজনেস আওয়ার প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির বা ৩৫.৭১ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৯৫.৩০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৮০.৩০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৫.০০ টাকা বা ৩.৭৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩.৭৭ শতাংশ, এডিএন টেলিকমের ২.৮১ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ২.৬০ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের ২.৫৬ শতাংশ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ২.৪২ শতাংশ, আমরা নেটওর্য়াকের ২.৩৪ শতাংশ, আইটি কনসালট্যান্টসের ২.৩৩ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১.৯৮ শতাংশ এবং লুব-রেফের ১.৬৫ শতাংশ শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/৮ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ