বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে আগ্রহী হলেও মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ এই বাজারে বিনিয়োগে আগ্রহী না। এমনকি এই বাজারে যখন মন্দা দেখা দেয়, তখন ব্যাংকগুলোর জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের সুযোগ দেওয়া হলেও, তাতেও আগ্রহ দেখায়নি ব্যাংকটি। সেই ব্যাংকটি এখন শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। কিন্তু শেয়ারবাজারের প্রয়োজনের সময় বিনিয়োগের মাধ্যমে তারল্য সরবরাহে সহযোগিতার হাত বাড়ায়নি।
শেয়ারবাজারের মন্দাবস্থা কাটিয়ে তুলতে ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার বিশেষ তহবিল শেয়ারবাজারে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। যা বিনিয়োগ সীমার মধ্যে অন্তর্ভূক্ত হবে না। এছাড়া ব্যাংকিং কোম্পানিজ আইনে প্রতিটি ব্যাংকের মূলধনের ২৫% শতাংশ পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ আছে। এই মূলধনের মধ্যে পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাচুরি রিজার্ভ ও রিটেইন আর্নিংস অন্তর্ভূক্ত।
এ বিবেচনায় মিডল্যান্ড ব্যাংকের মূলধনের ২৫% শতাংশ হিসেবে ১৮৫ কোটি ৪ লাখ টাকা বিনিয়োগের সুযোগ আছে। এছাড়া বিশেষ তহবিলের ২০০ কোটি টাকা বিনিয়োগের সুযোগ আছে। অর্থাৎ ব্যাংকটির ৩৮৫ কোটি ৪ লাখ টাকা বিনিয়োগে সুযোগ আছে।
![](https://businesshour24.com/wp-content/uploads/2023/02/Screenshot_5.jpg)
কিন্তু ব্যাংকটির পক্ষ থেকে শেয়ারবাজারে রেগুলার পোর্টফোলিওতে ৩৬ কোটি ১ লাখ টাকা ও বিশেষ তহবিল থেকে ৬৬ কোটি ৯০ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। অর্থাৎ মোট ১০২ কোটি ৯১ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। যা ব্যাংকটির বিনিয়োগ সুযোগের ২৭ শতাংশেরও কম।
আরও পড়ুন……
ঋণ পরিশোধে শেয়ারবাজারে এসে সহযোগিতে অর্থ পাচার
মিডল্যান্ডের কর্মচারীদেরই ব্যাংকটির শেয়ারে আগ্রহ নেই : ইস্যু করতে চায় অন্যদের কাছে
মিডল্যান্ড ব্যাংকের রেগুলার পোর্টফোলিও থেকে ১৫ কোম্পানিতে ৩৬ কোটি ১ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে শীর্ষ ঋণগ্রহিতা প্রতিষ্ঠানের তালিকায় থাকা জিপিএইচ ইস্পাতে। কোম্পানিটিতে মিডল্যান্ড ব্যাংকের বিনিয়োগ ১০ কোটি ৫৫ লাখ টাকা। ঋণ প্রদানের মাধ্যমে সর্ম্পক্য স্থাপন হলেও বিনিয়োগ করে লাভবান হতে পারেনি মিডল্যান্ড ব্যাংক। কারন তাদের বিনিয়োগের বাজার দর নেমে এসেছে ১০ কোটি ৩০ লাখ টাকায়।
![](https://businesshour24.com/wp-content/uploads/2023/02/Screenshot_3-1.jpg)
অন্যদিকে বিশেষ তহবিল থেকে ৬৬ কোটি ৯০ লাখ টাকাও ১৫ কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে। এই পোর্টফোলিও থেকে সবচেয়ে বেশি ১৪ কোটি ৬৯ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে। যার বাজার দর বেড়ে দাঁড়ায় ১৭ কোটি ৫ লাখ টাকা। এছাড়া এই পোর্টফোলিও থেকে দ্বিতীয় সর্বোচ্চ জিপিএইচ ইস্পাতে ১০ কোটি ২১ লাখ টাকা বিনিয়োগ করা হয়। যার বাজার দর দাঁড়ায় ১০ কোটি ২০ লাখ টাকা।
![](https://businesshour24.com/wp-content/uploads/2023/02/Screenshot_4.jpg)
উল্লেখ্য, অনীহার ও লোকসানের হাতিয়ার ব্যাংক খাতের কোম্পানি মিডল্যান্ড ব্যাংক শেয়ারবাজারে প্রতিটি ১০ টাকা মূল্যে ৭ কোটি শেয়ার ইস্যু করে ৭০ কোটি টাকা উত্তোলন করার অনুমোদন দেওয়া হয়েছে। যা উত্তোলনে আইপিও আবেদন শুরু হবে ১৬ ফেব্রুয়ারি। চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিজনেস আওয়ার/০৯ ফেব্রুয়ারি, ২০২৩/আরএ