বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের দুই জিএমকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সম্প্রতি ডিএসইর পর্ষদ সভায় এ পদোন্নতি দেওয়া হয়।
ডিএসইর এইচআর এবং এডমিনের দায়িত্বে থাকা মোহাম্মদ সামিউল ইসলামকে জিএম (জেনারেল ম্যানাজার) থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আর কোম্পানি সেক্রেটারী মোহাম্মদ আসাদুর রহমানকে জিএম থেকে সিনিয়র জিএম পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য দুই যুগের বেশি সময় ধরে ডিএসইর বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করছে মোহাম্মদ সামিউল ইসলাম। অন্যদিক, এক যুগের বেশি সময় ধরে ডিএসইর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে মোহাম্মদ আসাদুর রহমান।
বিজনেস আওয়ার/৯ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: