ঢাকা , সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

জাদেজার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

  • পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • 11

স্পোর্টস ডেস্ক: ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। বল করার আগে আঙুলে মলম লাগান ভারতের এই স্পিনার। সেই ছবি পোস্ট করে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই বিতর্ক। বর্ডার-গাভাস্কার সিরিজের আগে প্রথমে চলে পিচ নিয়ে বিতর্ক। এবার জাদেজাকে নিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম।

ইনজুরির কারণে পাঁচ মাস ক্রিকেট থেকে বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিরেই জ্বলে ওঠেন তিনি। একাই ধসিয়ে দেন অজিদের মিডলঅর্ডার। শিকার করেন ৫ উইকেট।

তবে তার এই কীর্তি ঢাকা পড়ে গেল মলম বিতর্কে। ম্যাচ চলাকালে দেখা যায় দুই পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি মলম দিচ্ছেন জাদেজার হাতে। আর সেটি বোলিং আর্মের আঙুলে লাগাচ্ছেন বাঁহাতি স্পিনার। সেই ছবি অস্ট্রেলিয়ার গণমাধ্যম পোস্ট করে লেখে, ‘আকর্ষণীয়! অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। চর্চা হচ্ছে এই ঘটনা নিয়ে।’

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে সংবাদ সংস্থা পিপিআইকে জানানো হয়, ব্যথার কারণে জাদেজা আঙুলে মলম লাগাচ্ছিলেন। তবে তা মানতে নারাজ অজি সমর্থকরা।

২০১৮ সালে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল স্মিথ-ওয়ার্নারদের বিরুদ্ধে। যার কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিল অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার।

বিজনেস আওয়ার/১০ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জাদেজার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

পোস্ট হয়েছে : ১১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক: ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। বল করার আগে আঙুলে মলম লাগান ভারতের এই স্পিনার। সেই ছবি পোস্ট করে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যম।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই বিতর্ক। বর্ডার-গাভাস্কার সিরিজের আগে প্রথমে চলে পিচ নিয়ে বিতর্ক। এবার জাদেজাকে নিয়ে বল টেম্পারিংয়ের অভিযোগ তুলেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম।

ইনজুরির কারণে পাঁচ মাস ক্রিকেট থেকে বাইরে ছিলেন রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিরেই জ্বলে ওঠেন তিনি। একাই ধসিয়ে দেন অজিদের মিডলঅর্ডার। শিকার করেন ৫ উইকেট।

তবে তার এই কীর্তি ঢাকা পড়ে গেল মলম বিতর্কে। ম্যাচ চলাকালে দেখা যায় দুই পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি মলম দিচ্ছেন জাদেজার হাতে। আর সেটি বোলিং আর্মের আঙুলে লাগাচ্ছেন বাঁহাতি স্পিনার। সেই ছবি অস্ট্রেলিয়ার গণমাধ্যম পোস্ট করে লেখে, ‘আকর্ষণীয়! অস্ট্রেলিয়া বনাম ভারত ম্যাচের এই ছবি অনেক প্রশ্ন তুলে দিয়েছে। চর্চা হচ্ছে এই ঘটনা নিয়ে।’

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে সংবাদ সংস্থা পিপিআইকে জানানো হয়, ব্যথার কারণে জাদেজা আঙুলে মলম লাগাচ্ছিলেন। তবে তা মানতে নারাজ অজি সমর্থকরা।

২০১৮ সালে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিল স্মিথ-ওয়ার্নারদের বিরুদ্ধে। যার কারণে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিল অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার।

বিজনেস আওয়ার/১০ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: