বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর চকবাজার থানার কাজী রিয়াজ উদ্দিন রোডে নিখোঁজের একদিন পর বাসার নীচ তলার সেপটিক ট্যাংক থেকে আরিয়ান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার জুম্মার নামাজের সময় গলির মধ্যে বাচ্চারা চোর পুলিশ খেলছিল। বাসার সামনে সেপটিক ট্যাংকের কোনো লক ছিল না। একটি কাঠের টুকরা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। অসাবধানতাবশত ওই শিশু সেপটিক ট্যাংকে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, পরে অনেক খোঁজাখুঁজি করে শিশুটিকে পাওয়া যায়নি। আজ সন্ধ্যায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে আমরা তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, নিহত শিশুর মা ইয়াসমিন আক্তার এ ব্যাপারে থানায় একটি জিডিও করেছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজনেস আওয়ার/১২ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ