ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সিরিয়ায় ৫০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হওয়ার আশঙ্কা

  • পোস্ট হয়েছে : ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • 48

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে ৫০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত/গৃহহীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানায়। বিবৃতিতে সংস্থাটি সিরিয়ার এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়।

ইউএনএইচসিআর- এর সিরিয়া প্রতিনিধি শিভাঙ্ক ধানপালা বলেছেন, ভূমিকম্পে সিরিয়ায় প্রায় পাঁচ লাখ ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এটি একটি বিশাল সংখ্যা।

তিনি বলেন, এখন তাপমাত্রা অনেক কম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তুষারঝড় চলছে। সিরিয়ার জন্য এটি একটি বিশাল সংকট।

৭.৮ ও ৭.৬ মাত্রার ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া মানুষরা সিরিয়ার অন্যান্য অংশে বিভিন্ন ক্যাম্পে ভিড় করছে। ওই ক্যাম্পগুলো মূলত ১২ বছরের যুদ্ধে গৃহহীনের জন্য স্থাপন করা হয়েছিল।

অনেকে মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। আবার অনেকে ক্ষতিগ্রস্ত ভবনে ফিরে যেতে ভয় পাচ্ছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ধারণা করছি, ৫০ লাখেরও বেশি মানুষ এ ভূমিকম্পে বাস্তুচ্যুত হয়েছে। ভূমিকম্পের আগেই গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় ৬০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। নতুন ৫০ লাখ গৃহহীন মানুষ এ সংকটে নতুন মাত্রা যোগ করবে। উদ্ভূত পরিস্থিতিতে সিরিয়ার এসব গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজনেস আওয়ার/১২ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিরিয়ায় ৫০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হওয়ার আশঙ্কা

পোস্ট হয়েছে : ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে ৫০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত/গৃহহীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানায়। বিবৃতিতে সংস্থাটি সিরিয়ার এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায়।

ইউএনএইচসিআর- এর সিরিয়া প্রতিনিধি শিভাঙ্ক ধানপালা বলেছেন, ভূমিকম্পে সিরিয়ায় প্রায় পাঁচ লাখ ৩০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এটি একটি বিশাল সংখ্যা।

তিনি বলেন, এখন তাপমাত্রা অনেক কম। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় তুষারঝড় চলছে। সিরিয়ার জন্য এটি একটি বিশাল সংকট।

৭.৮ ও ৭.৬ মাত্রার ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া মানুষরা সিরিয়ার অন্যান্য অংশে বিভিন্ন ক্যাম্পে ভিড় করছে। ওই ক্যাম্পগুলো মূলত ১২ বছরের যুদ্ধে গৃহহীনের জন্য স্থাপন করা হয়েছিল।

অনেকে মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন। আবার অনেকে ক্ষতিগ্রস্ত ভবনে ফিরে যেতে ভয় পাচ্ছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ধারণা করছি, ৫০ লাখেরও বেশি মানুষ এ ভূমিকম্পে বাস্তুচ্যুত হয়েছে। ভূমিকম্পের আগেই গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় ৬০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ে। নতুন ৫০ লাখ গৃহহীন মানুষ এ সংকটে নতুন মাত্রা যোগ করবে। উদ্ভূত পরিস্থিতিতে সিরিয়ার এসব গৃহহীন মানুষের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজনেস আওয়ার/১২ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: