বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজার বর্তমানে মন্দা অবস্থায় চলছে। মন্দা থেকে বিনিয়োগকারীদের কিছুটা স্বস্তি দিতে লভ্যাংশে আয় করহার কমানো দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। একই সঙ্গে এসএমই বোর্ড কোম্পানিগুলোকে ৫ বছর পর্যন্ত হ্রাসকৃত হারে কর প্রদানের সুযোগ দাবি রাখেন।
রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে অনুষ্ঠিত প্রাক-বাজেট (২০২৩-২০২৪ অর্থবছর) আলোচনায় ডিএসইর পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। পরে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে লিখিত আকারে দাবিগুলো জমা দেওয়া হয়।
ডিএসইর দেওয়া দাবিগুলোর মধ্যে রয়েছে- ব্যক্তি বিনিয়োগকারীদের লভ্যাংশের উপর কেটে রাখা উৎসে করতে চূড়ান্ত দায় হিসেবে নিষ্পত্তি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লভ্যাংশে আয়কর কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ, এসএমই বোর্ডের কোম্পানিগুলোকে ৫ বছর পর্যন্ত হ্রাসকৃত হারে আয়কর সুযোগ, বন্ডের সুদজনিত আয়কে করমুক্ত রাখা, লভ্যাংশে করমুক্ত আয়সীমা বাড়ানো।
বিজনেস আওয়ার/১২ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড