বিজনেস আওয়ার প্রতিবেদক: মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন। ফলে কাল থেকে যাত্রীদের আর অতিরিক্ত ভাড়া টানতে হবেনা। সেই সঙ্গে ৫০ শতাংশ আসন ফাঁকা রাখার বাধ্যবাধকতাও উঠে যাচ্ছে। তবে দাঁড়িয়ে যাত্রী নেওয়া যাবে না। সেই সঙ্গে মানতে হবে সরকারের চার নির্দেশনা।
দেশে করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৪ মার্চ থেকে গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে গত ৩১ মে থেকে গণপরিবহন ও ট্রেন চালু করার অনুমতি দেয় সরকার। তখন বাসে অর্ধেক আসন ফাঁকা রাখার শর্তে প্রায় ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হয়।
টানা তিন মাস ৫০ শতাংশ আসন ফাঁকা রেখে বর্ধিত ভাড়ায় বাস-গণপরিবহন চলার পর গত শনিবার (২৯ আগস্ট) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারের দেয়া নির্দেশনা মেনে আগামী ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলাচল করবে বাস-গণপরিবহন।
বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২০/এ