বিজনেস আওয়ার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার (১৩ ফেব্রুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে দুই স্টকে লেনদেন পরিমাণ কমেছে।
ডিএসইর লেনদেন কমে চারশ কোটি টাকার ঘরে চলে এসেছে। আর সিএসইর লেনদেন কমে ৬ কোটি টাকার ঘরে এসেছে। ডিএসইতে ১১৩টি কোম্পানির শেয়ার দর কমেছে। ৫৬টির বেড়েছে। সিএসইতে ৩৫টি কোম্পানির শেয়ার দর কমেছে। ৩৫টির বেড়েছে। সোমবার ঢাকা ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, সোমবার ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এদিনেও ডিএসইতে কোম্পানির শেয়ার দর উত্থান তুলনায় পতন দ্বিগুন। কিন্তু সিএসইতে ছিল ভিন্ন রুপ।
এদিন ডিএসইতে ৪৩৫ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭০ দশমিক ৮৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৬ দশমিক ৭৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২৩২ দশমিক শূন্য ৯ পয়েন্টে এবং ১ হাজার ৩৭১ দশমিক ৬৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৬টি এবং কমেছে ১১৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৪৫টির। এদিন ডিএসইতে জেনেক্স ইনফোসিসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন জেনেক্স ইনফোসিস ৩৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সী পার্ল বিচ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, শাইনপুকুর সিরামিক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এপেক্স ফুড, সোনালী পেপার, ওরিয়ন ইনফিউশন, আমর নেটওয়ার্কস এবং ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার।
অপরদিকে, সিএসইতে সোমবার লেনদেন হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস রবিবার ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১২২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৫টি, কমেছে ৩৫টি এবং পরিবর্তন হয়নি ৫২টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ দশমিক ৪৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ২৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৭ দশমিক ৯৯ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১২ দশমিক ২৫ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৭ দশমিক ৬২ পয়েন্টে, ১৩ হাজার ৩৬০ দশমিক ৬৭ পয়েন্টে, ১১ হাজার ৮৯ দশমিক ৪৩ পয়েন্টে এবং ১ হাজার ১৬৮ দশমিক ৬৮ পয়েন্টে।
এদিন সিএসইতে শাইনপুকুর সিরামিকের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন শাইনপুকুর সিরামিক ২ কোটি ৫ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স, লার্ফাজ-হোল্ডসিম, সী পার্ল বিচ, বসুন্ধরা পেপার, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং বেঙ্গল ইউন্ডসরের শেয়ার।
বিজনেস আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড