ঢাকা , মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলের সমাপনী মাতাবেন নগর বাউল জেমস

  • পোস্ট হয়েছে : ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • 92

স্পোর্টস ডেস্ক: আগামী ১৬ ফেব্রুয়ারি পর্দা নামতে যাচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এদিন ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। যেখানে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল এবং ওয়ারফেজ।

সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজন বলেন, ‘চেষ্টা করা হচ্ছে জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার। প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।’

এছাড়া বাইরের কেউ থাকছে কি না জানতে চাইলে সুজন বলেন, ‘এটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। স্পেশালি বর্তমান সার্বিক প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের যারা এবার জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত শিল্পী রয়েছেন তাদের পারফরম্যান্সটাই চাচ্ছি।’

এছাড়া ফাইনালে আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। বিকেল থেকে অনুষ্ঠান শুরু হবে জানিয়ে সুজন বলেন, ‘আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। শুরু হবে ৩.৩০ থেকে। ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। পুরস্কার বিতরণের পর হবে বিম শো।’

বিজনেস আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিপিএলের সমাপনী মাতাবেন নগর বাউল জেমস

পোস্ট হয়েছে : ০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক: আগামী ১৬ ফেব্রুয়ারি পর্দা নামতে যাচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এদিন ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। যেখানে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল এবং ওয়ারফেজ।

সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সুজন বলেন, ‘চেষ্টা করা হচ্ছে জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার। প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।’

এছাড়া বাইরের কেউ থাকছে কি না জানতে চাইলে সুজন বলেন, ‘এটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। স্পেশালি বর্তমান সার্বিক প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের যারা এবার জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত শিল্পী রয়েছেন তাদের পারফরম্যান্সটাই চাচ্ছি।’

এছাড়া ফাইনালে আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। বিকেল থেকে অনুষ্ঠান শুরু হবে জানিয়ে সুজন বলেন, ‘আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। শুরু হবে ৩.৩০ থেকে। ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। পুরস্কার বিতরণের পর হবে বিম শো।’

বিজনেস আওয়ার/১৩ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: