আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দম্পতি নরমতি সারা ধেঙ্গা ও রাম কুমার থাপা। দুই বছর আগে একটি দুর্ঘটনায় পায়ে গুরুতর চোট পান স্ত্রী নরমতি সারা ধেঙ্গা। ওষুধ খাওয়া ও অন্যান্য কারণে তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তাকে ডায়ালাইসিস শুরু করার পরামর্শ দেন চিকিৎসকরা।
গত দুই বছর ধরে ডায়ালাইসিসে ছিলেন তিনি। কিছু জটিলতার কারণে তার অবস্থার অবনতি হতে থাকে এবং তার স্বাস্থ্যেরও অবনতি হয়। এ অবস্থায় দ্রুত তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন ছিল।
এ অবস্থায় নরমতি সারা ধেঙ্গার স্বামী রাম কুমার থাপা স্ত্রীকে তার কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের সানার ইন্টারন্যাশনাল হাসপাতালে ৪৮ বছর বয়সী নরমতি সারা ধেঙ্গার দেহে তার স্বামীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। কিডনি প্রতিস্থাপনের পর দুজনেই সুস্থ আছেন।
বিজনেস আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: