বিজনেস আওয়ার প্রতিবেদক: পরিবেশ দূষণের দায়ে ঢাকা ও নারায়ণগঞ্জে ৯টি যানবাহনকে ২৬ হাজার ৫০০ টাকা, ৫টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে দুটি কারখানার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশ দূষণবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এই ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকা যৌথভাবে অংশগ্রহণ করে।
মোবাইল কোর্ট ঢাকার ডেমরা এলাকায় দুটি এলুমিনিয়াম বার তৈরির কারখানা দূষণের দায়ে বন্ধ করে দেয়।
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় যানবাহনের কালোধোঁয়া দ্বারা বায়ু দূষণের দায়ে ৮টি যানবাহন থেকে মোট ২১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে।
চকবাজার এলাকায় নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ু দূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বায়ু দূষণের দায়ে ১টি স্টিল মিলকে ২ লাখ টাকা, মানমাত্রাতিক্ত হর্ন দ্বারা শব্দদূষণের দায়ে ১টি যানবাহন থেকে ৫ হাজার টাকা এবং নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ু দূষণের দায়ে ১টি প্রতিষ্ঠান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিজনেস আওয়ার/১৫ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম