ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দুটি ছবি থেকে বাদ পড়েছেন মিশা সওদাগর

  • পোস্ট হয়েছে : ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
  • 105

বিনোদন ডেস্ক: নেতিয়ে পড়া ক্যারিয়ার সোজা করতে কি করা যায় তা নিয়ে কিছুটা চিন্তিত আছেন ঢাকার চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে বয়কটের কারণে ইতোমধ্যে দুটি ছবি থেকে বাদ পড়েছেন।

এ তথ্য নিশ্চিত করে প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, মিশা সওদাগরকে ছবিতে রেখে প্রযোজক পরিবেশক সমিতির অনুমোদনের দুই জন প্রযোজক আবেদন করেছিলেন। মিশা সওদাগরকে বাদ দিয়ে ছবি দুটির অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি ছবির শুটিংও শুরু হয়ে গেছে।

চলচ্চিত্র সংশ্লিষ্ট সুত্রে জানা গেছ, ছবি দুটোর কাজও নাকি শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠছে মিশার বিকল্প বা মিশার অভাব কাদের দিয়ে পূরণ হতে পারে? এ পর্যায়ে সামনে চলে এসেছে তিনটি নাম। তারা হলেন শতাব্দী ওয়াদুদ, আনিসুর রহমান মিলন ও অমিত হাসান।

এ প্রসঙ্গে পরিচালক এফআই মানিক বলেন, তিনজনই গুণী শিল্পী। অমিত হাসান তো চলচ্চিত্র থেকেই গড়ে ওঠেছে। তাকে দিয়ে অনায়াসে সব ধরনের চরিত্রে অভিনয় করানো সম্ভব। শতাব্দী এবং মিলনও গড়ে ওঠেছেন গোড়া থেকে। তাদের শিরা-উপশিরায় প্রবাহিত হচ্ছে অভিনয়ের রক্ত।

নির্মাতা মানিকের এই মূল্যায়নকে কাজে লাগাতে যদি নির্মাতারা এগিয়ে আসেন তাহলে চাহিদা থাকা সত্ত্বেও মিশা সওদাগর আড়ালে চলে যাবেন। মিশা সওতদাগরের চলচ্চিত্রে একটা ক্যারিয়ার আছে। শিল্পী সমিতির সভাপতি থাকার জন্য ক্যারিয়ারহীনদের পাশাপাশি তিনিও কী ক্যারিয়ার থেকে সরে যাবেন?

মিশা সওদাগর অনেকটাই শানানো বুদ্ধির মানুষ। তিনি ইতোমধ্যে কাছের মানুষদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন। শোনা যাচ্ছে, শিল্পী সমিতির বর্তমান কমিটি ভেঙ্গে যেতে পারে। যদি শেষ পর্যন্ত ক্যারিয়ারের স্বার্থে সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করেন তাহলে কমিটি এমনিতেই দূর্বল হয়ে পড়বে।

সমিতির গঠনতন্ত্র অনুসারে, মিশা চাইলে কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটির মাধ্যমে নতুন নির্বাচন দিতে পারেন। আবার তিনি চাইলে ক্যারিয়ারের স্বার্থে কমিটি থেকে নিজেও সরে যেতে পারেন।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দুটি ছবি থেকে বাদ পড়েছেন মিশা সওদাগর

পোস্ট হয়েছে : ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০

বিনোদন ডেস্ক: নেতিয়ে পড়া ক্যারিয়ার সোজা করতে কি করা যায় তা নিয়ে কিছুটা চিন্তিত আছেন ঢাকার চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর। চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে বয়কটের কারণে ইতোমধ্যে দুটি ছবি থেকে বাদ পড়েছেন।

এ তথ্য নিশ্চিত করে প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, মিশা সওদাগরকে ছবিতে রেখে প্রযোজক পরিবেশক সমিতির অনুমোদনের দুই জন প্রযোজক আবেদন করেছিলেন। মিশা সওদাগরকে বাদ দিয়ে ছবি দুটির অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি ছবির শুটিংও শুরু হয়ে গেছে।

চলচ্চিত্র সংশ্লিষ্ট সুত্রে জানা গেছ, ছবি দুটোর কাজও নাকি শুরু হয়ে গেছে। প্রশ্ন উঠছে মিশার বিকল্প বা মিশার অভাব কাদের দিয়ে পূরণ হতে পারে? এ পর্যায়ে সামনে চলে এসেছে তিনটি নাম। তারা হলেন শতাব্দী ওয়াদুদ, আনিসুর রহমান মিলন ও অমিত হাসান।

এ প্রসঙ্গে পরিচালক এফআই মানিক বলেন, তিনজনই গুণী শিল্পী। অমিত হাসান তো চলচ্চিত্র থেকেই গড়ে ওঠেছে। তাকে দিয়ে অনায়াসে সব ধরনের চরিত্রে অভিনয় করানো সম্ভব। শতাব্দী এবং মিলনও গড়ে ওঠেছেন গোড়া থেকে। তাদের শিরা-উপশিরায় প্রবাহিত হচ্ছে অভিনয়ের রক্ত।

নির্মাতা মানিকের এই মূল্যায়নকে কাজে লাগাতে যদি নির্মাতারা এগিয়ে আসেন তাহলে চাহিদা থাকা সত্ত্বেও মিশা সওদাগর আড়ালে চলে যাবেন। মিশা সওতদাগরের চলচ্চিত্রে একটা ক্যারিয়ার আছে। শিল্পী সমিতির সভাপতি থাকার জন্য ক্যারিয়ারহীনদের পাশাপাশি তিনিও কী ক্যারিয়ার থেকে সরে যাবেন?

মিশা সওদাগর অনেকটাই শানানো বুদ্ধির মানুষ। তিনি ইতোমধ্যে কাছের মানুষদের সঙ্গে পরামর্শ শুরু করেছেন। শোনা যাচ্ছে, শিল্পী সমিতির বর্তমান কমিটি ভেঙ্গে যেতে পারে। যদি শেষ পর্যন্ত ক্যারিয়ারের স্বার্থে সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ করেন তাহলে কমিটি এমনিতেই দূর্বল হয়ে পড়বে।

সমিতির গঠনতন্ত্র অনুসারে, মিশা চাইলে কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটির মাধ্যমে নতুন নির্বাচন দিতে পারেন। আবার তিনি চাইলে ক্যারিয়ারের স্বার্থে কমিটি থেকে নিজেও সরে যেতে পারেন।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: