ঢাকা , বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এবার শিরোপা হাতছাড়া করতে চান না শান্ত

  • পোস্ট হয়েছে : ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • 14

স্পোর্টস ডেস্ক: ১৪ ম্যাচে ৪৫২ রান নিয়ে নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত বিপিএল কাটিয়েছেন। সিলেট স্ট্রাইকার্সের ওপেনার ব্যাট হাতে দারুণ পারফর্ম করে দলকে তুলেছেন ফাইনালে। এই ম্যাচে আরেকবার তার ব্যাট হাসলে হাসবে সিলেটও, তবে শান্ত নিজের ব্যাটিং, রান নিয়ে একটুও চিন্তিত নন। দলকে চ্যাম্পিয়ন করানোই তার পরিকল্পনা। সঙ্গে নিজের অপেক্ষাও দূর করতে চান শান্ত।

শেষ দুটি বিপিএলেই ফাইনাল খেলেছেন শান্ত। দুটিতেই দলের পরাজয়ে তার স্বপ্নভঙ্গ হয়। এবার শিরোপার অপেক্ষার অবসান করতে চান সিলেটের এ ব্যাটসম্যান। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসে শান্ত নিজের প্রত্যাশা জানান, ‘গত দুটো বিপিএল ফাইনাল হেরেছি। আমার কাছে মনে হয় আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, আরেকটা সুযোগ এই ম্যাচ। ওটাই আশা থাকবে যে, আমরা যেন ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে পারি। এটাই মূল লক্ষ্য।’

রান তোলায় শান্ত ও সতীর্থ তৌহিদ হৃদয়ের বেশ লড়াই হচ্ছে। ৪০৩ রান নিয়ে হৃদয় আছে তিন নম্বরে। ৪২৫ রান নিয়ে রনি তালুকদার দুইয়ে। ফাইনালে শান্ত ও হৃদয়ের সুযোগ আছে নিজেদের মেলে ধরে আরো ভালো অবস্থানে যাওয়ার। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যে চোখ সিলেটের ওপেনারের, ‘খেলোয়াড় হিসেবে ব্যক্তিগতর চেয়ে দলের ফলাফল অনেক বেশি গুরুত্বপূর্ণ। জিততে পারলে আমার ক্যারিয়ারের জন্যও ভালো। ভবিষ্যতে বলতে পারবো, আমি ওই দলের একটা অংশ ছিলাম। দলের জন্য তো খুব জরুরি।’

হৃদয় ও তার মধ্যে ভালো লড়াই হচ্ছে সেই কথা অবশ্য গোপন করলেন না শান্ত, ‘দল যতক্ষণ পর্যন্ত ভালো করছে, ওটাই আমার কাছে বড় তৃপ্তি। তৌহিদ ভালো করছে, এটা ভালো দিক। খুবই স্বাস্থ্যসম্মত একটা প্রতিযোগিতা হচ্ছে আমাদের মধ্যে। দুইজনের লক্ষ্য হলো কালকে কত ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে পারি। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমরা ততটা চিন্তা করছি না।’

বিপিএলের আগে শান্ত রান পেলেও ধারাবাহিক ছিলেন না। তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ আসরে নিজের ফর্ম ফিরে পাওয়ার পাশাপাশি আগ্রাসী মনোভাবে রান তুলছেন। ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করছেন। গোটা আসরে নিজের পারফরম্যান্স মূল্যায়ন করে শান্ত বলেছেন, ‘খুব বেশি যে বাইরের জিনিসগুলো নিয়ে চিন্তা করেছি, সেটা না। আমি চেষ্টা করেছি ঘাটতির জায়গাগুলোতে কীভাবে উন্নতি করা যায়। সাথে চেষ্টা করছি, কত বেশি রান করা যায়। আমি যেন সামনে লম্বা সময় ধরে এটা ধরে রাখতে পারি। এটাই মূল লক্ষ্য।’

বিজনেস আওয়ার/১৫ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এবার শিরোপা হাতছাড়া করতে চান না শান্ত

পোস্ট হয়েছে : ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক: ১৪ ম্যাচে ৪৫২ রান নিয়ে নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত বিপিএল কাটিয়েছেন। সিলেট স্ট্রাইকার্সের ওপেনার ব্যাট হাতে দারুণ পারফর্ম করে দলকে তুলেছেন ফাইনালে। এই ম্যাচে আরেকবার তার ব্যাট হাসলে হাসবে সিলেটও, তবে শান্ত নিজের ব্যাটিং, রান নিয়ে একটুও চিন্তিত নন। দলকে চ্যাম্পিয়ন করানোই তার পরিকল্পনা। সঙ্গে নিজের অপেক্ষাও দূর করতে চান শান্ত।

শেষ দুটি বিপিএলেই ফাইনাল খেলেছেন শান্ত। দুটিতেই দলের পরাজয়ে তার স্বপ্নভঙ্গ হয়। এবার শিরোপার অপেক্ষার অবসান করতে চান সিলেটের এ ব্যাটসম্যান। ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এসে শান্ত নিজের প্রত্যাশা জানান, ‘গত দুটো বিপিএল ফাইনাল হেরেছি। আমার কাছে মনে হয় আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি, আরেকটা সুযোগ এই ম্যাচ। ওটাই আশা থাকবে যে, আমরা যেন ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে পারি। এটাই মূল লক্ষ্য।’

রান তোলায় শান্ত ও সতীর্থ তৌহিদ হৃদয়ের বেশ লড়াই হচ্ছে। ৪০৩ রান নিয়ে হৃদয় আছে তিন নম্বরে। ৪২৫ রান নিয়ে রনি তালুকদার দুইয়ে। ফাইনালে শান্ত ও হৃদয়ের সুযোগ আছে নিজেদের মেলে ধরে আরো ভালো অবস্থানে যাওয়ার। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যে চোখ সিলেটের ওপেনারের, ‘খেলোয়াড় হিসেবে ব্যক্তিগতর চেয়ে দলের ফলাফল অনেক বেশি গুরুত্বপূর্ণ। জিততে পারলে আমার ক্যারিয়ারের জন্যও ভালো। ভবিষ্যতে বলতে পারবো, আমি ওই দলের একটা অংশ ছিলাম। দলের জন্য তো খুব জরুরি।’

হৃদয় ও তার মধ্যে ভালো লড়াই হচ্ছে সেই কথা অবশ্য গোপন করলেন না শান্ত, ‘দল যতক্ষণ পর্যন্ত ভালো করছে, ওটাই আমার কাছে বড় তৃপ্তি। তৌহিদ ভালো করছে, এটা ভালো দিক। খুবই স্বাস্থ্যসম্মত একটা প্রতিযোগিতা হচ্ছে আমাদের মধ্যে। দুইজনের লক্ষ্য হলো কালকে কত ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে পারি। ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আমরা ততটা চিন্তা করছি না।’

বিপিএলের আগে শান্ত রান পেলেও ধারাবাহিক ছিলেন না। তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ আসরে নিজের ফর্ম ফিরে পাওয়ার পাশাপাশি আগ্রাসী মনোভাবে রান তুলছেন। ইতিবাচক মানসিকতা নিয়ে ব্যাটিং করছেন। গোটা আসরে নিজের পারফরম্যান্স মূল্যায়ন করে শান্ত বলেছেন, ‘খুব বেশি যে বাইরের জিনিসগুলো নিয়ে চিন্তা করেছি, সেটা না। আমি চেষ্টা করেছি ঘাটতির জায়গাগুলোতে কীভাবে উন্নতি করা যায়। সাথে চেষ্টা করছি, কত বেশি রান করা যায়। আমি যেন সামনে লম্বা সময় ধরে এটা ধরে রাখতে পারি। এটাই মূল লক্ষ্য।’

বিজনেস আওয়ার/১৫ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: