বিজনেস আওয়ার প্রতিবেদক:রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আনসার ও স্টাফদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আনসার সদস্য আহত হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) পৌনে ৬টায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত আনসার সদস্যরা হলেন- শামীম আলী, সুজন আলী, আরিফুল ইসলাম, মনির হোসেন ও রাসেল আহমেদ।
আহতদের উদ্ধার করে নিয়ে আসা সহকারী প্লাটুন কমান্ডার সেকেন্দার আলী বলেন, গতকাল (মঙ্গলবার) শাহজাদা নামের এক চিকিৎসকের সঙ্গে আনসার সদস্য ওবায়দুর রহমানের কথা কাটাকাটি হয়। পরে ওই চিকিৎসক আনসার সদস্য ওবায়দুরকে চড় মারেন। এ নিয়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়।
পরে জানাজানি হলে আজ (বুধবার) সকালে বিষয়টির মীমাংসা হওয়ার কথা ছিল। পরিচালকের কক্ষে যাওয়ার সময় আনসার সদস্য ও স্টাফদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমাদের ছয় আনসার সদস্য আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মহাখালী থেকে আহত অবস্থায় ছয় আনসার সদস্যকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে একজনের মাথায় আঘাত ও বাকি পাঁচজনের শরীরে আঘাত ও জখম রয়েছে।
বিজনেস আওয়ার/১৫ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম