ঢাকা , মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মন্দা লেনদেনে মিশ্রাবস্থায় সূচক

  • পোস্ট হয়েছে : ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 47

মোহাম্মদ আনিসুজ্জামান : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। দুই স্টকে কমেছে লেনদেন পরিমাণ।

ডিএসইর লেনদেন কমে ৩৪০ কোটি টাকার ঘরে চলে এসেছে। আর সিএসইর লেনদেন সাড়ে ৩ কোটি টাকায় চলে এসেছে। ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এদিন কোম্পানির শেয়ার দর উত্থান তুলনায় পতন ২ দশমিক ৯৭ গুন বেশি। অপরদিকে সিএসইতে কোম্পানির শেয়ার দর উত্থান তুলনায় পতন ২ দশমিক ৫০ গুন বেশি।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৪০ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৬ দশমিক ২০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৪ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৬ দশমিক ৬১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪১টি এবং কমেছে ১২২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৪৫টির। এদিন ডিএসইতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকস ১৭ কোটি ৬৪ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যার ১৪ কোটি ৩৭ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১৪ কোটি ৩৬ লাখ টাকা, সোনালী পেপার ১১ কোটি ২৫ লাখ টাকা, মুন্নু সিরামিক ১০ কোটি ৫৩ লাখ টাকা, জেমিনি সী ১০ কোটি ৩৩ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৮৯ লাখ টাকা, সী পার্ল বিচ ৮ কোটি ৭৪ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে, সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩ কোটি ৪৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১১৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২২টি, কমেছে ৫৫টি এবং পরিবর্তন হয়নি ৪১টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৭ দশমিক ৯৫ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক দশমিক ৭৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪ দশমিক ২২ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৬ দশমিক শূন্য ৮ পয়েন্টে, ১১ হাজার ৪৬ দশমিক ৭৩ পয়েন্টে এবং ১ হাজার ১৬৪ দশমিক ৮২ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১৯ দশমিক ৯৯ পয়েন্টে।

এদিন সিএসইতে শাইনপুকুর সিরামিকসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন শাইনপুকুর সিরামিকস ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আইটিসি ১৯ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৫ লাখ টাকা, সোনালী পেপার ১৩ লাখ টাকা, সান লাইফ ইন্স্যুরেন্স ১৩ লাখ টাকা, সী পার্ল বিচ ১৩ লাখ টাকা, বসুন্ধরা পেপার ১২ লাখ টাকা, হাক্কানী পাল্প ১১ লাখ টাকা এবং এলআর বিডি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

বিজনেস আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মন্দা লেনদেনে মিশ্রাবস্থায় সূচক

পোস্ট হয়েছে : ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

মোহাম্মদ আনিসুজ্জামান : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। দুই স্টকে কমেছে লেনদেন পরিমাণ।

ডিএসইর লেনদেন কমে ৩৪০ কোটি টাকার ঘরে চলে এসেছে। আর সিএসইর লেনদেন সাড়ে ৩ কোটি টাকায় চলে এসেছে। ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এদিন কোম্পানির শেয়ার দর উত্থান তুলনায় পতন ২ দশমিক ৯৭ গুন বেশি। অপরদিকে সিএসইতে কোম্পানির শেয়ার দর উত্থান তুলনায় পতন ২ দশমিক ৫০ গুন বেশি।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৪০ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৩১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৪৬ দশমিক ২০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২২৪ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৬ দশমিক ৬১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪১টি এবং কমেছে ১২২টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৪৫টির। এদিন ডিএসইতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৪৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকস ১৭ কোটি ৬৪ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যার ১৪ কোটি ৩৭ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১৪ কোটি ৩৬ লাখ টাকা, সোনালী পেপার ১১ কোটি ২৫ লাখ টাকা, মুন্নু সিরামিক ১০ কোটি ৫৩ লাখ টাকা, জেমিনি সী ১০ কোটি ৩৩ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৮৯ লাখ টাকা, সী পার্ল বিচ ৮ কোটি ৭৪ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে, সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩ কোটি ৪৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১১৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২২টি, কমেছে ৫৫টি এবং পরিবর্তন হয়নি ৪১টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬ দশমিক ৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৭ দশমিক ৯৫ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক দশমিক ৭৭ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪ দশমিক ২২ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৬ দশমিক শূন্য ৮ পয়েন্টে, ১১ হাজার ৪৬ দশমিক ৭৩ পয়েন্টে এবং ১ হাজার ১৬৪ দশমিক ৮২ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩১৯ দশমিক ৯৯ পয়েন্টে।

এদিন সিএসইতে শাইনপুকুর সিরামিকসের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন শাইনপুকুর সিরামিকস ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে আইটিসি ১৯ লাখ টাকা, জেনেক্স ইনফোসিস ১৬ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৫ লাখ টাকা, সোনালী পেপার ১৩ লাখ টাকা, সান লাইফ ইন্স্যুরেন্স ১৩ লাখ টাকা, সী পার্ল বিচ ১৩ লাখ টাকা, বসুন্ধরা পেপার ১২ লাখ টাকা, হাক্কানী পাল্প ১১ লাখ টাকা এবং এলআর বিডি ১১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

বিজনেস আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: