ঢাকা , বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তুরস্ক চাইলে নির্মাণশ্রমিক পাঠাবে বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 58

বিজনেস আওয়ার প্রতিবেদক: ভূমিকম্পে প্রাণহানির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। আলাপকালে প্রয়োজনে বাংলাদেশ থেকে নির্মাণশ্রমিক পাঠানোর প্রস্তাব দিয়েছেন ড. মো‌মেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টেলিফোনে ড. মোমেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ভূমিকম্পে মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা আন্তরিক সমবেদনা জানাই।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু মোমেনকে ফোন করার জন্য ধন্যবাদ জানান।

ড. মোমেন মেভলুতকে বলেন, আপনাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা নির্মাণশ্রমিক পাঠাতে পারি। আপনাদের যা প্রয়োজন আমাদের জানান, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।

তিনি মেভলুতকে জানান, বাংলাদেশ আগে পাঠানো দুই হাজার তাঁবু ছাড়াও দেশ‌টি‌কে আরও ১০ হাজার তাঁবু পাঠাচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ আছে। সুতরাং আমাদের যদি কিছুর প্রয়োজন হয়, তবে আমরা বিনা দ্বিধায় আপনাদের জানাব।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকারের আন্তরিক শোক-সংহতি বার্তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

মেভলুত আহত বাংলাদেশি নাগরিকদের জন্য দুঃখ প্রকাশ করেন। তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

বিজনেস আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

তুরস্ক চাইলে নির্মাণশ্রমিক পাঠাবে বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ভূমিকম্পে প্রাণহানির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। আলাপকালে প্রয়োজনে বাংলাদেশ থেকে নির্মাণশ্রমিক পাঠানোর প্রস্তাব দিয়েছেন ড. মো‌মেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টেলিফোনে ড. মোমেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ভূমিকম্পে মৃত্যুতে আমরা অত্যন্ত ব্যথিত। আমরা আন্তরিক সমবেদনা জানাই।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু মোমেনকে ফোন করার জন্য ধন্যবাদ জানান।

ড. মোমেন মেভলুতকে বলেন, আপনাদের সাহায্যের প্রয়োজন হলে আমরা নির্মাণশ্রমিক পাঠাতে পারি। আপনাদের যা প্রয়োজন আমাদের জানান, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।

তিনি মেভলুতকে জানান, বাংলাদেশ আগে পাঠানো দুই হাজার তাঁবু ছাড়াও দেশ‌টি‌কে আরও ১০ হাজার তাঁবু পাঠাচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ আছে। সুতরাং আমাদের যদি কিছুর প্রয়োজন হয়, তবে আমরা বিনা দ্বিধায় আপনাদের জানাব।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকারের আন্তরিক শোক-সংহতি বার্তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

মেভলুত আহত বাংলাদেশি নাগরিকদের জন্য দুঃখ প্রকাশ করেন। তাদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

বিজনেস আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: