বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর মিরপুর সেনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শফিকুল ইসলাম (৫৩) নামে এক পথচারী মারা গেছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেট্রো রেলের ২৬২ নম্বর পিলারের বিপরীত দিক থেকে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন শফিকুল ইসলাম। এ সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মৃত ব্যক্তি সাভার থেকে মিরপুরের সেনপাড়ায় আত্মীয়র বাসায় বেড়াতে এসে দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।
বিজনেস আওয়ার/১৭ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম