ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগের ভাড়ায় ফিরল গণপরিবহন

  • পোস্ট হয়েছে : ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক: করোনা সংক্রমণের গতিতে কোনো পরিবর্তন না এলেও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ও দূরপাল্লার বাস। বর্ধিত ভাড়া উঠে যাওয়ার ফলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে না। সেই আর সব সিটে যাত্রী তোলারও অনুমতি দিয়েছে সরকার।

এর আগে শনিবার (২৯ আগস্ট) জনস্বার্থে ও বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে সরকার শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

যাত্রী পরিবহনে সরকার অনুমোদিত শর্তগুলো হলো:

১। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

২। গণপরিবহনে যাত্রীদের সুপারভাইজার/কন্ডাক্টর/হেল্পার, টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরিধান বা ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের হাত ধোঁয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৩। যাত্রা শুরু এবং শেষ বাস-মিনিমাইজগুলো পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা আর করতে হবে।

৪। গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, সব পরিবহন সংগঠন এবং সারাদেশে তাদের পরিবহন নেতাদের চিঠি দিয়ে আগের ভাড়ায় ফিরে যেতে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ যাতে মানা হয় সেজন্য তারা নজর রাখবেন। কেউ নির্দেশ না মানলে সমিতি থেকে বাদ দেওয়াসহ কঠোর ব্যবস্থ্যা নেয়া হবে।

এর আগে, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় ২৬ মার্চ থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেয় সরকার। এপ্রিল ও মে মাসে সে নিষেধাজ্ঞা বহাল ছিল। পরে ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চ ও রেল চলাচলের অনুমতি দেয় সরকার। তবে বাসে অর্ধেক আসন ফাঁকা রেখে বাকি অর্ধেক আসনে যাত্রী তোলার অনুমতি দেওয়া হয়। সে ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ বাড়তি ভাড়া নেওয়া যাবে বলে জানায় সরকার।

বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আগের ভাড়ায় ফিরল গণপরিবহন

পোস্ট হয়েছে : ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: করোনা সংক্রমণের গতিতে কোনো পরিবর্তন না এলেও মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন ও দূরপাল্লার বাস। বর্ধিত ভাড়া উঠে যাওয়ার ফলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে না। সেই আর সব সিটে যাত্রী তোলারও অনুমতি দিয়েছে সরকার।

এর আগে শনিবার (২৯ আগস্ট) জনস্বার্থে ও বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে সরকার শর্ত সাপেক্ষে গণপরিবহনের পুরোনো ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

যাত্রী পরিবহনে সরকার অনুমোদিত শর্তগুলো হলো:

১। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না।

২। গণপরিবহনে যাত্রীদের সুপারভাইজার/কন্ডাক্টর/হেল্পার, টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিতদের মাস্ক পরিধান বা ব্যবহার নিশ্চিত করতে হবে এবং তাদের হাত ধোঁয়ার জন্য পর্যাপ্ত সাবান পানি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৩। যাত্রা শুরু এবং শেষ বাস-মিনিমাইজগুলো পরিষ্কার-পরিচ্ছন্নসহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করার ব্যবস্থা আর করতে হবে।

৪। গণপরিবহনে স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়াদি মেনে চলতে হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, সব পরিবহন সংগঠন এবং সারাদেশে তাদের পরিবহন নেতাদের চিঠি দিয়ে আগের ভাড়ায় ফিরে যেতে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ যাতে মানা হয় সেজন্য তারা নজর রাখবেন। কেউ নির্দেশ না মানলে সমিতি থেকে বাদ দেওয়াসহ কঠোর ব্যবস্থ্যা নেয়া হবে।

এর আগে, গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় ২৬ মার্চ থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেয় সরকার। এপ্রিল ও মে মাসে সে নিষেধাজ্ঞা বহাল ছিল। পরে ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে বাস, লঞ্চ ও রেল চলাচলের অনুমতি দেয় সরকার। তবে বাসে অর্ধেক আসন ফাঁকা রেখে বাকি অর্ধেক আসনে যাত্রী তোলার অনুমতি দেওয়া হয়। সে ক্ষেত্রে যাত্রীদের কাছ থেকে ৬০ শতাংশ বাড়তি ভাড়া নেওয়া যাবে বলে জানায় সরকার।

বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: