বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে নারীসহ দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কলাতলীর ‘সী আলিফ’ আবাসিক হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
মৃত নারীর স্বামী ঘটনার সময় অন্য দুই সন্তান নিয়ে পলাতক থাকলেও ট্যুরিস্ট পুলিশের একাধিক দল অভিযানে নামে। পরে তথ্যযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারি তিন সন্তানসহ স্ত্রীকে নিয়ে সেখানে উঠেছিলেন এক ব্যক্তি। হোটেল রেজিস্ট্রারে নিহত নারীর নাম সুমা দে ও স্বামীর নাম দুলাল বিশ্বাস বলে লিপিবদ্ধ রয়েছে। ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে তাদের রুম ছেড়ে দেওয়ার (চেক আউট) কথা ছিল। তাদের বাড়ি চট্টগ্রামের বাশঁখালীর বেলগাঁ, পুকুরিয়ায়।
হোটেল সী আলিফের ম্যানেজার এসএম ইসমাইল জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারি সকালে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেন জেমিন বিশ্বাস ও সুমা দে। তারা ৪১১ নম্বর কক্ষে ছিলেন। ১৭ ফেব্রুয়ারি তাদের রুম ছেড়ে দেওয়ার (চেক আউট) কথা ছিল। কিন্তু বেলা সাড়ে ১১টা পর্যন্ত কেউ যোগাযোগ না করলে কর্মচারী শাখাওয়াত ওই কক্ষে যান। সেখানে নারী ও শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা।
কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজে গতকাল (১৬ ফেব্রুয়ারি) বিকালে জেমিন বিশ্বাসকে হোটেল থেকে বের হতে দেখা গেছে। এরপর তিনি আর হোটেলে ফেরেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।
পুলিশ সুপার আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিআইডিসহ পুলিশের কয়েকটি টিম তদন্ত কাজ শুরু করেছে। যে পরিচয় (হোটেলের রেজিস্ট্রার তালিকা) দিয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।
বিজনেস আওয়ার/১৮ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ