বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শিকদার পরিবারের নিয়ন্ত্রিত ন্যাশনাল ব্যাংক ডুবছে। এটা যে ওই পরিবারটির একক নিয়ন্ত্রনের কারনে হয়েছে, তা এখন সবাই জানে। যে কারনে ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বিতর্কিত এই পরিবার নিয়ন্ত্রিত প্রথা ভেঙ্গে দেওয়ার পক্ষে। কিন্তু তারপরেও এরইমধ্য দিয়ে শেয়ারবাজারে শেয়ার ইস্যুর মাধ্যমে সাধারন বিনিয়োগকারীদের থেকে মিডল্যান্ড ব্যাংককে টাকা উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। যার নেতৃত্ব দিচ্ছে ফরিদপুরের রাজনীতিবীদ কাজী জাফরুল্লাহর পরিবার।
শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে আগ্রহী হলেও মিডল্যান্ড ব্যাংক কর্তৃপক্ষ এই বাজারে বিনিয়োগে আগ্রহী না। এমনকি এই বাজারে যখন মন্দা দেখা দেয়, তখন ব্যাংকগুলোর জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের সুযোগ দেওয়া হলেও, তাতেও আগ্রহ দেখায়নি ব্যাংকটি। সেই ব্যাংকটি এখন শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। কিন্তু শেয়ারবাজারের প্রয়োজনের সময় বিনিয়োগের মাধ্যমে তারল্য সরবরাহে সহযোগিতার হাত বাড়ায়নি।
এছাড়া মিডল্যান্ড ব্যাংকের উপর নিজস্ব কর্মকর্তা-কর্মচারিদেরই বিনিয়োগে আগ্রহ নেই। অন্যসব কোম্পানির আইপিওতে যখন সবাই শেয়ার পেতে চায়, সেখানে এই ব্যাংকে আগ্রহ নেই। এর পেছনে অবশ্য নতুন ব্যাংকের শেয়ার কেনা মানেই লোকসান প্রায় নিশ্চিত হয়ে পড়াটা অন্যতম কারন।
আরও পড়ুন….
ইউনিয়ন-গ্লোবালে বিনিয়োগকারীরা হারিয়েছে ৭২ কোটি টাকা, পাইপলাইনে মিডল্যান্ড ব্যাংক
শেয়ারবাজারে পাবলিক ইস্যু রুলসে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ১৫% শেয়ার আইপিওতে আসতে চাওয়া কোম্পানির কর্মকর্তা-কর্মচারী বা অন্যকোন ব্যক্তির মাঝে ইস্যু করার সুযোগ দেওয়া হয়েছে। আইপিওতে সংশ্লিষ্ট কোম্পানির পছন্দের ব্যক্তিদের সুবিধা দিতে এমন বিধান রাখা হয়েছে। কিন্তু অন্যসব খাতের কোম্পানির শেয়ারে সবাই এই সুযোগ নিতে চাইলেও ব্যাংকের ক্ষেত্রে কেউ নিতে চায় না। যা মিডল্যান্ড ব্যাংকের ক্ষেত্রেও ঘটেছে।
শেয়ারবাজারে বর্তমানে খুবই বাজে অবস্থায় রয়েছে শিকদার পরিবার নিয়ন্ত্রিত ন্যাশনাল ব্যাংক। যে ব্যাংকটিতে কোন ব্যবস্থাপনা পরিচালক যেমন টিকতে পারেন না, একইসঙ্গে পর্ষদের অন্যরা মতামত দিতে পারেন না। যাতে করে ধংসের দ্ধারপ্রান্তে ব্যাংকটি। এখন লোকসান গুণে ব্যাংকটি।
একই ধরনের পরিবার নিয়ন্ত্রিত মিডল্যান্ড ব্যাংক শেয়ারবাজারে আসার অপেক্ষায়। যার নিয়ন্ত্রনে রয়েছে ফরিদপুরের আওয়ামীলীগ নেতা কাজী জাফুরুল্লাহর পরিবার। তিনি ব্যাংকটির উদ্যোক্তা। যে ব্যাংকটির পর্ষদে তার স্ত্রী নিলুফার জাফরুল্লাহ, ভাই ড. কাজী শহীদুল্লাহ, ছেলে কাজী ওমর জাফর ও কাজী রায়হান জাফর এবং মেয়ে আনুশকা মেহেরীন জাফর রয়েছেন।
বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২৩/জুয়েল রানা