ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ‘ফারাজ’ সিনেমা প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

  • পোস্ট হয়েছে : ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • 38

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর গুলশানের হলি আর্টিজন রেস্তোরাঁয় ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ সব ধরনের অনলাইন প্লাটফর্মে প্রচার ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আহসানুল করিম।

এর আগে, গুলশানে হলি আর্টিজনে জঙ্গি হামলার প্রেক্ষাপটে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের কোনো সিনেমা হল ও সব ধরনের অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ভয়াবহ ওই হামলার ঘটনায় নিহতদের অন্যতম অবিন্তা কবিরের মা রুবা আহমেদ গত ১২ ফেব্রুয়ারি এ রিট দায়ের করেন। বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন করেন তিনি।

এদিকে মুম্বাইয়ের পরিচালক হংসল মেহতা পরিচালিত ‘ফারাজ’ সিনেমাটি চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায়।

বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দেশে ‘ফারাজ’ সিনেমা প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

পোস্ট হয়েছে : ১২:২২ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: রাজধানীর গুলশানের হলি আর্টিজন রেস্তোরাঁয় ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলার ঘটনার প্রেক্ষাপট নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ সব ধরনের অনলাইন প্লাটফর্মে প্রচার ও প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আহসানুল করিম।

এর আগে, গুলশানে হলি আর্টিজনে জঙ্গি হামলার প্রেক্ষাপটে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ বাংলাদেশের কোনো সিনেমা হল ও সব ধরনের অনলাইন প্লাটফর্মে মুক্তি না দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ভয়াবহ ওই হামলার ঘটনায় নিহতদের অন্যতম অবিন্তা কবিরের মা রুবা আহমেদ গত ১২ ফেব্রুয়ারি এ রিট দায়ের করেন। বিচারপতি মো. খসরুজ্জমান ও বিচারপতি মো. বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদন করেন তিনি।

এদিকে মুম্বাইয়ের পরিচালক হংসল মেহতা পরিচালিত ‘ফারাজ’ সিনেমাটি চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পায়।

বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: