বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪টির বা ৪.৭১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৮.২০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৯.০০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ৯.৭৬ শতাংশ বেড়েছে। এর ‘আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি লাম্পের ২.৪০ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১.৯২ শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১.৮৮ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইলের ১.৪৩ শতাংশ, ওয়ান ব্যাংকের ০.৮৮ শতাংশ, বাটা সু’র ০.৫৫ শতাংশ, ওরিয়ন ফার্মা ০.৩৭ শতাংশ, আমরা টেকনোলজিসের ০.২৯ শতাংশ এবং এপেক্স ফুটওয়্যারের ০.২৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।
বিজনেস আওয়ার/২০ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ