বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ আদেশ দেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ওই তিন সাক্ষীকে আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করে। আসামীরা হলেন- টেকনাফ উপজেলার মারিশবুনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ এর সিনিয়র এএসপি খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউপির শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৯ আগস্ট টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে পুলিশের করা মামলার এ সাক্ষীদের গ্রেফতার করে র্যাব।
পরে ১২ আগস্ট র্যাবের তদন্ত কর্মকর্তার ১০ দিনের আবেদনের প্রেক্ষিতে সাতদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তার সাতদিনের আবেদনের প্রেক্ষিতে চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আর আজ তৃতীয় দফায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২০/এ