ঢাকা , বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা শহীদদের স্মরণে নবনির্বাচিত রাষ্ট্রপতির বাসভবনে দোয়া মাহফিল

  • পোস্ট হয়েছে : ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • 65

বিজনেস আওয়ার প্রতিবেদক :আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও‌ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তাজনিত কারণে তিনি শহীদ মিনারে যেতে না পারায় গুলশানে নিজ বাসভবনে মিলাদের আয়োজন করেন।

এর আগে ভাষা শহীদ ও বঙ্গবন্ধু এবং তার শহীদ পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম করা হয়।

মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন‌ স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম।

এ সময় তিনি বলেন, আমরা বাংলা ভাষা পেয়েছি ভাষা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে। তাদের অবদান বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে আছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন দুদকের সাবেক কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ মো. সাহাবুদ্দিন। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। পরে তার নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার।

বিজনেস আওয়ার/২১ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভাষা শহীদদের স্মরণে নবনির্বাচিত রাষ্ট্রপতির বাসভবনে দোয়া মাহফিল

পোস্ট হয়েছে : ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক :আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি, তার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও‌ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তাজনিত কারণে তিনি শহীদ মিনারে যেতে না পারায় গুলশানে নিজ বাসভবনে মিলাদের আয়োজন করেন।

এর আগে ভাষা শহীদ ও বঙ্গবন্ধু এবং তার শহীদ পরিবারবর্গের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম করা হয়।

মিলাদ মাহফিলে মুনাজাত পরিচালনা করেন‌ স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম।

এ সময় তিনি বলেন, আমরা বাংলা ভাষা পেয়েছি ভাষা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে। তাদের অবদান বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে আছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হন দুদকের সাবেক কমিশনার ও সাবেক সিনিয়র জেলা জজ মো. সাহাবুদ্দিন। এ পদে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। পরে তার নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ করে সরকার।

বিজনেস আওয়ার/২১ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: