ঢাকা , সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

লেনদেন আড়াইশ কোটিতে, সূচক পতন

  • পোস্ট হয়েছে : ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২২ ফেব্রুয়ারি) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমাণ ডিএসইতে কমেছে। লেনদেন আড়াইশ কোটি টাকায় ঘরে চলে এসেছে।

ফ্লোর প্রাইজের কারনে বুধবারেও ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এদিনে বিক্রেতার চাপ ছিল বহুগুন বেশি। ডিএসইতে ১২০টি কোম্পানির শেয়ার দর কমেছে। ৩৬টির বেড়েছে। যা কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৩ দশমিক ৩৩ গুন বেশি। বুধবার স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ২৫৭ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৮ দশমিক ৩০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক শূন্য ৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২১ দশমিক ৭১ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৯ দশমিক ২৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬টি এবং কমেছে ১২০টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৫২টির। এদিন ডিএসইতে শাইনপুকুরের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন শাইনপুকুর ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বিচ, জেমিনি সী, আমরা নেটওয়ার্ক, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা এবং এপেক্স ফুটওয়্যারের শেয়ার।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯১ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১২২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৪টি, কমেছে ৪৬টি এবং পরিবর্তন হয়নি ৫২টির। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ১ দশমিক ৯২ গুন বেশি।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬০ দশমিক ৪৯ পয়েন্টে। সিএসসিএক্স সূচক দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ১৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৫ দশমিক ৫১ পয়েন্টে, ১৩ হাজার ৩০৫ দশমিক ২১ পয়েন্টে এবং ১ হাজার ১৬০ দশমিক ২৬ পয়েন্টে।

এদিন সিএসইতে রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন রুপালী লাইফ ইন্স্যুরেন্স ২১ কোটি ৮৩ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সী পার্ল বিচ, প্রাইম ইন্স্যুরেন্স, বেক্সিমকো, শাইনপুকুর, লার্ফাজ-হোল্ডসিম, ওরিয়ন ফার্মা, আইটিসি, এডিএন টেলিকম এবং গোল্ডেন সনের শেয়ার।

বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লেনদেন আড়াইশ কোটিতে, সূচক পতন

পোস্ট হয়েছে : ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২২ ফেব্রুয়ারি) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমাণ ডিএসইতে কমেছে। লেনদেন আড়াইশ কোটি টাকায় ঘরে চলে এসেছে।

ফ্লোর প্রাইজের কারনে বুধবারেও ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এদিনে বিক্রেতার চাপ ছিল বহুগুন বেশি। ডিএসইতে ১২০টি কোম্পানির শেয়ার দর কমেছে। ৩৬টির বেড়েছে। যা কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ৩ দশমিক ৩৩ গুন বেশি। বুধবার স্টক এক্সচেঞ্জ সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ২৫৭ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৮ দশমিক ৩০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক দশমিক শূন্য ৪ পয়েন্ট এবং ডিএসইএস সূচক দশমিক ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ২২১ দশমিক ৭১ পয়েন্টে এবং ১ হাজার ৩৫৯ দশমিক ২৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৩৬টি এবং কমেছে ১২০টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৫২টির। এদিন ডিএসইতে শাইনপুকুরের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন শাইনপুকুর ১৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জেনেক্স ইনফোসিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সী পার্ল বিচ, জেমিনি সী, আমরা নেটওয়ার্ক, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা এবং এপেক্স ফুটওয়্যারের শেয়ার।

অপরদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯১ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস সোমবার ২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১২২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৪টি, কমেছে ৪৬টি এবং পরিবর্তন হয়নি ৫২টির। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন ১ দশমিক ৯২ গুন বেশি।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই দশমিক ২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৬০ দশমিক ৪৯ পয়েন্টে। সিএসসিএক্স সূচক দশমিক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ১৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক দশমিক ৬৮ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২৫ দশমিক ৫১ পয়েন্টে, ১৩ হাজার ৩০৫ দশমিক ২১ পয়েন্টে এবং ১ হাজার ১৬০ দশমিক ২৬ পয়েন্টে।

এদিন সিএসইতে রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন রুপালী লাইফ ইন্স্যুরেন্স ২১ কোটি ৮৩ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সী পার্ল বিচ, প্রাইম ইন্স্যুরেন্স, বেক্সিমকো, শাইনপুকুর, লার্ফাজ-হোল্ডসিম, ওরিয়ন ফার্মা, আইটিসি, এডিএন টেলিকম এবং গোল্ডেন সনের শেয়ার।

বিজনেস আওয়ার/২২ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: