ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অডিও ফাঁস: ইবি উপাচার্যের পিএসকে অব্যাহতি

  • পোস্ট হয়েছে : ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ব্যক্তিগত সহকারী (পিএস) আইয়ুব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান তথ্যটি নিশ্চিত করেছেন

অভিযোগ উঠেছে, আগে পিএস আইয়ূব আলীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তখন তার কার্যালয় ভাঙচুর ও তাকে মারধরও করা হয়। তখন আইয়ূবকে পদ থেকে সরানো হয়নি। তবে সম্প্রতি উপাচার্যের অডিও ফাঁসের ঘটনায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এইচ এম আলী হাসান বলেন, উপাচার্য স্যার গতরাতে আমাকে ডেকেছিলেন। কিন্তু অসুস্থ থাকায় যেতে পারিনি। তাই আজ সকালে এসে অব্যাহতির আদেশপত্র প্রস্তুত করেছি। উপাচার্য স্যার শুধুমাত্র অব্যাহতির আদেশ দেওয়ার কথা বলেছেন। কোনো কারণ জানাননি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, উপাচার্য স্যার ঢাকা গেছেন। আগামী ৩ অথবা ৪ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন।

প্রসঙ্গত, ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে পৃথক দুটি ফেসবুক আইডি থেকে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ভিসির পাঁচটি ফোনালাপের অডিও ভাইরাল হয়। সর্বশেষ ১৯ ও ২০ ফেব্রুয়ারি আরও দুইটা অডিও ফাঁস হয়। অডিওগুলোতে নিয়োগ বোর্ড, চাকরির প্রশ্নের বিষয়ে কথোপকথন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেন ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারির নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসিকে কথা বলতে শোনা যায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৭ ফেব্রুয়ারি ইবি থানায় জিডি করা হয়। এই ঘটনায় নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’। তারা অডিওর বিষয়ে ভিসিকে অবস্থান পরিষ্কার করার কথা বলেন।

বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অডিও ফাঁস: ইবি উপাচার্যের পিএসকে অব্যাহতি

পোস্ট হয়েছে : ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ব্যক্তিগত সহকারী (পিএস) আইয়ুব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান তথ্যটি নিশ্চিত করেছেন

অভিযোগ উঠেছে, আগে পিএস আইয়ূব আলীর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তখন তার কার্যালয় ভাঙচুর ও তাকে মারধরও করা হয়। তখন আইয়ূবকে পদ থেকে সরানো হয়নি। তবে সম্প্রতি উপাচার্যের অডিও ফাঁসের ঘটনায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এইচ এম আলী হাসান বলেন, উপাচার্য স্যার গতরাতে আমাকে ডেকেছিলেন। কিন্তু অসুস্থ থাকায় যেতে পারিনি। তাই আজ সকালে এসে অব্যাহতির আদেশপত্র প্রস্তুত করেছি। উপাচার্য স্যার শুধুমাত্র অব্যাহতির আদেশ দেওয়ার কথা বলেছেন। কোনো কারণ জানাননি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, উপাচার্য স্যার ঢাকা গেছেন। আগামী ৩ অথবা ৪ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন।

প্রসঙ্গত, ‘ফারাহ জেবিন’ ও ‘মিসেস সালাম’ নামে পৃথক দুটি ফেসবুক আইডি থেকে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ভিসির পাঁচটি ফোনালাপের অডিও ভাইরাল হয়। সর্বশেষ ১৯ ও ২০ ফেব্রুয়ারি আরও দুইটা অডিও ফাঁস হয়। অডিওগুলোতে নিয়োগ বোর্ড, চাকরির প্রশ্নের বিষয়ে কথোপকথন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেন ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারির নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসিকে কথা বলতে শোনা যায়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৭ ফেব্রুয়ারি ইবি থানায় জিডি করা হয়। এই ঘটনায় নিন্দা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’। তারা অডিওর বিষয়ে ভিসিকে অবস্থান পরিষ্কার করার কথা বলেন।

বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: