ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত

  • পোস্ট হয়েছে : ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
  • 40

বিজনেস আওয়ার প্রতিবেদক: বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সুজাবত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার বনানী বাইপাসে ঢাকাগামী একটি বাস সিএনজিচালিত আটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এতে চালকসহ আরও ৩ জন আহত হন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক চালকসহ আরও ১ জনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশার চালক হজরত আলী (৩৫) ও কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৫০)। দুর্ঘটনার পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিভিয়েছেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাস ও অটোরিকশায় আগুন ধরে যায়। কেউ কেউ বলছেন, সংঘর্ষের কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে।

অন্যদিকে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।

বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত

পোস্ট হয়েছে : ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সুজাবত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক খন্দকার আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার বনানী বাইপাসে ঢাকাগামী একটি বাস সিএনজিচালিত আটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। এতে চালকসহ আরও ৩ জন আহত হন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক চালকসহ আরও ১ জনকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশার চালক হজরত আলী (৩৫) ও কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৫০)। দুর্ঘটনার পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিভিয়েছেন।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পরপরই বাস ও অটোরিকশায় আগুন ধরে যায়। কেউ কেউ বলছেন, সংঘর্ষের কারণে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরেছে।

অন্যদিকে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে। বিষয়টির তদন্ত চলছে।

বিজনেস আওয়ার/২৩ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: