ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ হয়ে গেলো বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স

  • পোস্ট হয়েছে : ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
  • 41

বিনোদন ডেস্ক: দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যেই ২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে বসুন্ধরা সিটি শাপিংমলে অবস্থিত স্টার সিনেপ্লেক্স। কিন্তু চালু হওয়ার ১৬ বছরের মাথায় এসে বন্ধ করে দিতে হলো প্রথম শাখাটি।

এ তথ্য নিশ্চিত মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ থেকে ভাড়া নিয়ে এখানে স্টার সিনেপ্লেক্সের শাখাটি চালাচ্ছিলাম। কিছুদিন আগে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ আমাদের চিঠির মাধ্যমে জায়গাটি ছেড়ে দেয়ার কথা জানিয়েছে। তাই এ শাখাটি বন্ধ করতে হচ্ছে আমাদের।

তিনি বলেন, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখাটি আমাদের জন্য একটি আবেগের জায়গা, দর্শকের জন্য আবেগের জায়গা। সে জন্য একটু তো মন খারাপ হবেই। তবে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স বন্ধ হলেও স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম চলমান থাকবে।

সম্প্রতি সরকারের কাছে একাধিক দাবি রেখে সংবাদ সম্মেলন করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, করোনা পরিস্থিতিতে সরকার থেকে সাহায্য না পেলে মাল্টিপ্লেক্স চেইনটির কার্যকর্ম চালু রাখা সম্ভব হবে না। অবশেষে সিনেপ্লেক্স শাখাটি বন্ধই হয়ে গেল।

উল্লেখ্য, দেশের মাল্টিপ্লেক্সে দর্শকদের সিনেমা দেখার অভ্যস গড়ে তোলে স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটিতে প্রথম যাত্রা করলেও পরবর্তীতে জিগাতলার সীমান্ত স্কয়ার ও মহাখালীতে দুটি শাখা চালু হয়। পর্যায়ক্রমে সারা দেশে শতাধিক সিনেপ্লেক্স করারও ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বন্ধ হয়ে গেলো বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স

পোস্ট হয়েছে : ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০

বিনোদন ডেস্ক: দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যেই ২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু করে বসুন্ধরা সিটি শাপিংমলে অবস্থিত স্টার সিনেপ্লেক্স। কিন্তু চালু হওয়ার ১৬ বছরের মাথায় এসে বন্ধ করে দিতে হলো প্রথম শাখাটি।

এ তথ্য নিশ্চিত মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ থেকে ভাড়া নিয়ে এখানে স্টার সিনেপ্লেক্সের শাখাটি চালাচ্ছিলাম। কিছুদিন আগে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ আমাদের চিঠির মাধ্যমে জায়গাটি ছেড়ে দেয়ার কথা জানিয়েছে। তাই এ শাখাটি বন্ধ করতে হচ্ছে আমাদের।

তিনি বলেন, বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখাটি আমাদের জন্য একটি আবেগের জায়গা, দর্শকের জন্য আবেগের জায়গা। সে জন্য একটু তো মন খারাপ হবেই। তবে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স বন্ধ হলেও স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম চলমান থাকবে।

সম্প্রতি সরকারের কাছে একাধিক দাবি রেখে সংবাদ সম্মেলন করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, করোনা পরিস্থিতিতে সরকার থেকে সাহায্য না পেলে মাল্টিপ্লেক্স চেইনটির কার্যকর্ম চালু রাখা সম্ভব হবে না। অবশেষে সিনেপ্লেক্স শাখাটি বন্ধই হয়ে গেল।

উল্লেখ্য, দেশের মাল্টিপ্লেক্সে দর্শকদের সিনেমা দেখার অভ্যস গড়ে তোলে স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটিতে প্রথম যাত্রা করলেও পরবর্তীতে জিগাতলার সীমান্ত স্কয়ার ও মহাখালীতে দুটি শাখা চালু হয়। পর্যায়ক্রমে সারা দেশে শতাধিক সিনেপ্লেক্স করারও ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

বিজনেস আওয়ার/০১ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: