আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি যুবক সোহেল রানাকে গ্রেফতার করেছে ভারতের হরিহার থানা পুলিশ। আর অবৈধ অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়ার অভিযোগে ভারতীয় প্রেমিকাও গ্রেফতার পুলিশ।
জানা গেছে, বাংলাদেশের কুড়িগ্রামের বাসিন্দা যুবকের নাম সোহেল রানা। ফেসবুকে আলাপ, ফেসবুকেই কথাবার্তা, ফোন নাম্বার আদান-প্রদানের পরে ভালোবাসা। সেই প্রেমিকাকে দেখতে বাংলাদেশ থেকে ছুটে আসেন ভারতে। এসেই বিপাকে বাংলাদেশি যুবক। একেবারে শ্রীঘরে ঠাঁই হলো প্রেমিক যুগলের।
বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়ার নশিপুর এলাকা থেকে সোহেল ও তার প্রেমিকাকে গ্রেফতার করে মুর্শিদাবাদ জেলা পুলিশ।
নিজেকে এতিম দাবি করা ওই বাংলাদেশি যুবকের সঙ্গে সম্প্রতি ফেসবুকে পরিচয় হয় এক ভারতীয় তরুণীর। এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে তারা। প্রায় সাড়ে তিন মাস আগে প্রেমিকার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে অবৈধ উপায়ে আন্তর্জাতিক সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশ করেন সোহেল।
ভারতে এসে পূর্বপরিচিত অন্য এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন এ বাংলাদেশি যুবক। কিন্তু তিনি যার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, তাকে জানাননি অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের কথা। কিন্তু ঘটনাক্রমে এ তথ্য জানার পর সোহেলকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় ওই পরিবার।
এ অবস্থায় কলকাতায় রাজমিস্ত্রির কাজে যুক্ত হন সোহেল এবং সে শহরেই অবস্থান করতে থাকেন। বুধবার রাতে হঠাৎ প্রেমিকার সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদ আসেন তিনি।
কিন্তু মুর্শিদাবাদের হরিহরপাড়ায় এসেই বিপাকে পড়েন প্রেমিক যুবক। গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সোহেল রানাকে গ্রেফতার করে হরিহার থানা পুলিশ। আর অবৈধ অনুপ্রবেশকারীকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার হন তার ভারতীয় প্রেমিকাও।
বৃহস্পতিবার অভিযুক্ত যুগলকে বহরমপুর জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৫ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
বিজনেস আওয়ার/২৫ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ