বিজনেস আওয়ার প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সমাপ্ত বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ১২.৪৩ শতাংশের বেশি।
রোববার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৪৩ টাকা। আগের বছর একই সময়ে (ইপিএস) ছিল ৩.৯৪ টাকা ।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮.৪১ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮.২৮ টাকা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৭৯.৯৭ টাকা।
বিজনেস আওয়ার/২৬ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: