বিনোদন ডেস্ক: উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও এখন চলচ্চিত্রের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। তিনি ‘আশিকী’সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। সিনেমাটি ২০১৫ সালের ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পায়। এরপর ‘হিরো ৪২০’,‘বাদশা’সহ বেশ কিছু সিনেমায় দেখা গিয়েছে তাকে। তবে এবার আবার উপস্থাপনায় দেখা যাবে এই নায়িকাকে।
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’প্রদান অনুষ্ঠানের উপস্থাপন করবেন নুসরাত ফারিয়া। আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ আয়োজন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন অনুষ্ঠানের উপস্থাপনা করবেন ভেবে ভীষণ উচ্ছ্বসিত ফারিয়া।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘উপস্থাপনায় যদিও আমার অভিজ্ঞতা আছে। কিন্তু প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে উপস্থাপনা করবো। এর আগে অবশ্য তিনবার নৃত্যশিল্পী হিসেবে পারফর্ম করেছি এ আয়োজনে। তবে এবারের কাজটি নিঃসন্দেহে অনেক এক্সাইটিং এবং চ্যালেঞ্জিং হবে। সর্বোচ্চ চেষ্টা থাকবে, যাতে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি।’
অনুষ্ঠানটির জন্য একটি সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়েছে। যারা মূলত সাংস্কৃতিক পর্বটির পরিকল্পনা ও ব্যবস্থাপনায় থাকছেন।
বিজনেস আওয়ার/২৬ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম