বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকমের দুই স্পনসর শেয়ার বিক্রির ঘোষনা দিয়েছে। এরা হলেন- মোহাম্মদ আলী সরকার এবং মো. আবু ইউসুফ জাকারিয়া। দুইজনে মোট ২৫ লাখ ৫৭ হাজার ৫০০ শেয়ার বিক্রি করবে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, স্পনসর মোহাম্মদ আলী সরকার এডিএন টেলিকমের হাতে থাকা ১৭ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে ৮ লাখ ৫২ হাজার ৫০০ শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছে। অপরদিকে স্পনসর মো. আবু ইউসুফ জাকারিয়া কোম্পানিটির হাতে থাকা ১৭ লাখ ৫ হাজার শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছে। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে কোম্পানির দুই স্পনসর ব্লক মার্কেটে শেয়ার বিক্রি করবে।
এর আগে গত বৃহস্পতিবার কোম্পানিটির আরেক স্পনসর মামুনুর রশিদ কোম্পানিটির হাতে থাকা ১৭ লাখ ৫ হাজার শেয়ারের মধ্যে ২ লাখ শেয়ার বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছিল। যা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মাধ্যমে বিদ্যমান বাজার মূল্যে কোম্পানির স্পনসর ব্লক মার্কেটে ২ শেয়ার বিক্রি করা হবে।
বিজনেস আওয়ার/২৭ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড