স্পোর্টস ডেস্ক: অনেক ওপেনার ওয়ানডে ম্যাচে ইনিংসের শুরুটা ধীরস্থির করতে চান। তবে কেউ কেউ প্রথম বল থেকেই আক্রমণ শুরু করতে চান। এমনই এক তালিকায় বিশ্বের সেরা চার ব্যাটসম্যানদের পাশে আছে টাইগার ওপেনার তামিম ইকবালের নাম।
ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি মেরে শুরু করার এই তালিকায় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল রয়েছেন চারে। তিনি মোট ৭ বার দলীয় ইনিংসের প্রথম বল বাউন্ডারিতে পাঠিয়েছেন। তালিকার শীর্ষে থাকা ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগ এই কীর্তি গড়েছেন ২০ বার।
শেবাগের পরই রয়েছেন অজি ব্যাটসম্যান শেন ওয়াটসন। তিনি ৮ বার বাউন্ডারি মেরে দলীয় ইনিংস শুরু করেছেন। তার সঙ্গে আছেন একই দলের কিংবদন্তি ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। ওয়াট্টোর মতো তিনিও ৮ বার ইনিংসের প্রথম বলে বাউন্ডারি মেরেছেন।
এদিকে এই তালিকার প্রথম তিনজন বাটসম্যানই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। যার ফলে শেবাগের কাছে যাওয়া কষ্টসাধ্য হলেও ওয়াটসন ও গিলক্রিস্টকে সহজেই পেরিয়ে যাওয়ার সুযোগ আছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের সামনে।
বিজনেস আওয়ার/০২ সেপ্টেম্বর, ২০২০/এ