ঢাকা , শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অপরাজিতা আঢ্যর মা মারা গেছেন

  • পোস্ট হয়েছে : ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩
  • 37

বিনোদন ডেস্ক: ভারতের দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর মা মারা গেছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃপ্তি আঢ্য। তার বয়স নব্বইয়ের কাছাকাছি হয়েছিল বলে জানিয়েছেন অপরাজিতা আঢ্য। ইনস্টাগ্রাম পোস্টে মায়ের মত্যুর খবরটি জানিয়েছেন এই অভিনেত্রী।

টিভিনাইন বাংলাকে অপরাজিতা আঢ্য বলেন, ‘মা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুতেই শরীরটা ভালো যাচ্ছিল না। আজ সকালে বিজ্ঞাপনের শুটিংয়ে যাব বলে বের হচ্ছি, তখন মায়ের বাড়ি থেকে ফোন আসে। গতকাল রাতেই জ্বর এসেছিল। তখনই মনটা কু ডাকছিল। আজ সকালে অক্সিজেন ওঠা-নামা শুরু করে। ব্লাড প্রেসার শূন্যে নেমে যায়। মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফোনও করি। কিন্তু তার আগেই সব শেষ।’

ছোটবেলায় বাবাকে হারিয়েছেন অপরাজিতা। তারপর একা হাতে মেয়েকে বড় করেন তৃপ্তি আঢ্য। খুব অল্প বয়সে বাবা মারা যাওয়ায় মা-ই ছিলেন তার প্রিয়জন। মা যে খুব কড়া ধাঁচের মানুষ ছিলেন সে কথা এর আগে বহুবার বহু সাক্ষাৎকারে বলেছেন ‘প্রাক্তন’খ্যাত এই অভিনেত্রী।

১৯৯৮ সালে ‘শিমুল পারুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান অপরাজিতা। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘চুপ কথা’, ‘গয়নার বাক্স’, ‘ওপেনটি বায়োস্কোপ’, ‘বেলা শেষে’, ‘প্রাক্তন’, ‘সমান্তরাল’ প্রভৃতি।

বিজনেস আওয়ার/২৭ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অপরাজিতা আঢ্যর মা মারা গেছেন

পোস্ট হয়েছে : ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক: ভারতের দুই পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্যর মা মারা গেছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃপ্তি আঢ্য। তার বয়স নব্বইয়ের কাছাকাছি হয়েছিল বলে জানিয়েছেন অপরাজিতা আঢ্য। ইনস্টাগ্রাম পোস্টে মায়ের মত্যুর খবরটি জানিয়েছেন এই অভিনেত্রী।

টিভিনাইন বাংলাকে অপরাজিতা আঢ্য বলেন, ‘মা বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। কিছুতেই শরীরটা ভালো যাচ্ছিল না। আজ সকালে বিজ্ঞাপনের শুটিংয়ে যাব বলে বের হচ্ছি, তখন মায়ের বাড়ি থেকে ফোন আসে। গতকাল রাতেই জ্বর এসেছিল। তখনই মনটা কু ডাকছিল। আজ সকালে অক্সিজেন ওঠা-নামা শুরু করে। ব্লাড প্রেসার শূন্যে নেমে যায়। মুখ দিয়ে গ্যাঁজলা উঠতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফোনও করি। কিন্তু তার আগেই সব শেষ।’

ছোটবেলায় বাবাকে হারিয়েছেন অপরাজিতা। তারপর একা হাতে মেয়েকে বড় করেন তৃপ্তি আঢ্য। খুব অল্প বয়সে বাবা মারা যাওয়ায় মা-ই ছিলেন তার প্রিয়জন। মা যে খুব কড়া ধাঁচের মানুষ ছিলেন সে কথা এর আগে বহুবার বহু সাক্ষাৎকারে বলেছেন ‘প্রাক্তন’খ্যাত এই অভিনেত্রী।

১৯৯৮ সালে ‘শিমুল পারুল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান অপরাজিতা। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘চুপ কথা’, ‘গয়নার বাক্স’, ‘ওপেনটি বায়োস্কোপ’, ‘বেলা শেষে’, ‘প্রাক্তন’, ‘সমান্তরাল’ প্রভৃতি।

বিজনেস আওয়ার/২৭ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: