ঢাকা , রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

গুজবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারী

  • পোস্ট হয়েছে : ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 40

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ওঠেছে ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে। আর সেই কথা শুনে বিনিয়োগকারী হাতে থাকা শেয়ার লসে বিক্রি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আরও বলেন, মার্চ মাস থেকে শেয়ারবাজারে সুখবর আসবে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকার হাউস ট্রাস্ট রিজিওনাল ইকুইটি লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফ্লোর প্রাইস তুলে নিবো এখনো চিন্তা করিনি জানিয়ে শিবলী রুবাইয়াত বলেন, অথচ কিছু মানুষ ফেসবুকে গুজব ছড়িয়েছে ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে। আর তাতে বিনিয়োগকারী শুনে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। লসে বিক্রি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। আমি তাদের (বিনিয়োগকারী) উদ্দেশে বলছি, ফ্লোর প্রাইস তুলো নিবো, এমন কিছু এখনো চিন্তা করিনি।

চলতি বছরের মার্চ মাস থেকে শেয়ারবাজারে সুখবর আসবে মন্তব্য করে শিবলী রুবাইয়াত বলেন, বর্তমানে সব মার্কেট (আইপিও ও বন্ড) ভালো অবস্থায় আছে। শুধু সমস্যা হচ্ছে সেকেন্ডারি মাকেট। সেকেন্ডারি মার্কেটে তো আমাদের কোন হাত নেই। এটা রেগুলেটরা লেনদেন করে না। এখানে লেনদেন করতে বিনিয়োগকারীদের সতর্ক হতে হবে। এই মার্কেট উন্নয়নে বিনিয়োগকারীদের সঙ্গে বসেছি। আলোচনা হয়েছে। চেষ্টা করছি, এটাও ঠিক হয়ে যাবে। আগামী মার্চ মাস থেকে ব্যাংক প্রতিষ্ঠানগুলো ডিভিডেন্ট দেবে। আশা করছি, ভালো ডিভিডেন্ড দিবে ব্যাংক। জুন মাসের মধ্যে ব্যাংকগুলোর ডিভিডেন্ড শেয়ারবাজারে চলে আসবে। তখন ব্যাংকগুলোর বিনিয়োগের হাজার হাজার কোটি টাকার সক্ষমতা বেড়ে যাবে। ঠিক কত হাজার কোটি টাকা বাড়বে। সংখ্যাটা এ মুহুর্ত্বে বলতে পারছি না। তবে এটা অনেক বড় পরিমানের হবে। এটা আসলে, ব্যাংকের গতি আরো বাড়বে।

ব্যবসা আগের মত নাই জানিয়ে তিনি বলেন, একই মার্কেট নিয়ে সবাই কাড়াকাড়ি করছে। ওমুক কোম্পানির কোন পন্য ভালো চলছে, সেটাতে সবার ঝুঁকছে। এটা তো ঠিক না। শুধু এই কারনে সবাই লসে পড়ছে। এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে নতুন নতুন পোডাক্ট নিয়ে আসতে হবে শেয়ারবাজারে। নতুন নতুন আইডিয়া নিয়ে কাহ করেত হবে। আপনারা আসুন, আমরা সহযোগিতা করবো। আপনার যোগ্যতা থাকলে দেশে বসেই বিদেশের চেয়ে বেশি আয় করতে পারবেন। কারন দেশে প্রচুর সুযোগ রয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।

শেয়ারবাজারের উন্নয়নে কাজ করে যাব এমন মন্তব্য করে ট্রাস্ট রিজিওনাল ইকুইটির চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা এখানে এসেছি। বিনিয়োগকারীদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান ও বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, ট্রাস্ট রিজিওনাল ইকুইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানিয়া শারমিন প্রমুখ।

বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২৩/ এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গুজবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারী

পোস্ট হয়েছে : ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ওঠেছে ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে। আর সেই কথা শুনে বিনিয়োগকারী হাতে থাকা শেয়ার লসে বিক্রি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। আরও বলেন, মার্চ মাস থেকে শেয়ারবাজারে সুখবর আসবে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকার হাউস ট্রাস্ট রিজিওনাল ইকুইটি লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফ্লোর প্রাইস তুলে নিবো এখনো চিন্তা করিনি জানিয়ে শিবলী রুবাইয়াত বলেন, অথচ কিছু মানুষ ফেসবুকে গুজব ছড়িয়েছে ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে। আর তাতে বিনিয়োগকারী শুনে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করে দিচ্ছেন। লসে বিক্রি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। আমি তাদের (বিনিয়োগকারী) উদ্দেশে বলছি, ফ্লোর প্রাইস তুলো নিবো, এমন কিছু এখনো চিন্তা করিনি।

চলতি বছরের মার্চ মাস থেকে শেয়ারবাজারে সুখবর আসবে মন্তব্য করে শিবলী রুবাইয়াত বলেন, বর্তমানে সব মার্কেট (আইপিও ও বন্ড) ভালো অবস্থায় আছে। শুধু সমস্যা হচ্ছে সেকেন্ডারি মাকেট। সেকেন্ডারি মার্কেটে তো আমাদের কোন হাত নেই। এটা রেগুলেটরা লেনদেন করে না। এখানে লেনদেন করতে বিনিয়োগকারীদের সতর্ক হতে হবে। এই মার্কেট উন্নয়নে বিনিয়োগকারীদের সঙ্গে বসেছি। আলোচনা হয়েছে। চেষ্টা করছি, এটাও ঠিক হয়ে যাবে। আগামী মার্চ মাস থেকে ব্যাংক প্রতিষ্ঠানগুলো ডিভিডেন্ট দেবে। আশা করছি, ভালো ডিভিডেন্ড দিবে ব্যাংক। জুন মাসের মধ্যে ব্যাংকগুলোর ডিভিডেন্ড শেয়ারবাজারে চলে আসবে। তখন ব্যাংকগুলোর বিনিয়োগের হাজার হাজার কোটি টাকার সক্ষমতা বেড়ে যাবে। ঠিক কত হাজার কোটি টাকা বাড়বে। সংখ্যাটা এ মুহুর্ত্বে বলতে পারছি না। তবে এটা অনেক বড় পরিমানের হবে। এটা আসলে, ব্যাংকের গতি আরো বাড়বে।

ব্যবসা আগের মত নাই জানিয়ে তিনি বলেন, একই মার্কেট নিয়ে সবাই কাড়াকাড়ি করছে। ওমুক কোম্পানির কোন পন্য ভালো চলছে, সেটাতে সবার ঝুঁকছে। এটা তো ঠিক না। শুধু এই কারনে সবাই লসে পড়ছে। এই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে নতুন নতুন পোডাক্ট নিয়ে আসতে হবে শেয়ারবাজারে। নতুন নতুন আইডিয়া নিয়ে কাহ করেত হবে। আপনারা আসুন, আমরা সহযোগিতা করবো। আপনার যোগ্যতা থাকলে দেশে বসেই বিদেশের চেয়ে বেশি আয় করতে পারবেন। কারন দেশে প্রচুর সুযোগ রয়েছে। এটাকে কাজে লাগাতে হবে।

শেয়ারবাজারের উন্নয়নে কাজ করে যাব এমন মন্তব্য করে ট্রাস্ট রিজিওনাল ইকুইটির চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন বলেন, সবার আন্তরিক প্রচেষ্টায় আমরা এখানে এসেছি। বিনিয়োগকারীদের নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের ভাইস চেয়ারম্যান ও বিএসইসির সাবেক কমিশনার আরিফ খান, ট্রাস্ট রিজিওনাল ইকুইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানিয়া শারমিন প্রমুখ।

বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২৩/ এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: