বিজনেস আওয়ার প্রতিবেদক : ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড গাড়িতে শুল্ক ছাড়ের দাবি জানিয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) নেতারা। একই সাথে মাইক্রোবাসে শুল্ক প্রত্যাহার দাবিও তাদের।
মঙ্গলবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক বাজেট আলোচনায় এসব দাবি রাখেন সংগঠনটি। সভাটির সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সভায় চেয়ারম্যান বারভিডার দাবিগুলো ইতিবাচকভাবে নেন। যথাযথ যাচাই বাছাই করে শুল্ক ছাড় ও প্রত্যাহার বিবেচনার আশ্বাস দেন।
বারভিডা প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন বলেন, প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’গঠনের প্রক্রিয়ায় দেশে জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক হ্রাস খুবই জরুরী হয়ে পড়েছে। আবার গণপরিবহন হিসেবে শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদিতে বহুল ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহারও জরুরী হয়ে পরেছে। এসব বিবেচনায় ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক হ্রাস সহ মাইক্রোবাসে সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবি রাখছি।
পাশাপাশি স্বাস্থ্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আগামী বাজেটে মানসম্পন্ন যাত্রীবাহী বাস সাশ্রয়ী মূল্যে আমদানির সুযোগ দেওয়ার দাবি রাখছি।
সভায় উপস্থিত ছিলেন বারবিডার সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এক মো. আসলাম সেরনিয়াবাত, কার্যনির্বাহী সদস্য মাহবুবুল হক চৌধুরী বাবর প্রমুখ।
বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২৩/ এমএজেড