বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮০টির বা ২৪.২৪ শতাংশের শেয়ার ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবসে ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩৪.৮০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩১৩.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২১.২০ টাকা বা ৬.৩৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ওরিয়ন ইনফিউশন টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ৩.২৩ শতাংশ, জেএমআই হসপিটালের ২.১৯ শতাংশ, বসুন্ধরা পেপারের ১.৯৩ শতাংশ, এডিএন টেলিকমের ১.৯১ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১.৮৮ শতাংশ, সী পার্ল বিচের ১.৮১ শতাংশ, রুপালী লাইফ ইন্সুরেন্সের ১.৭১ শতাংশ, আইটি কনসালটেন্টসের ১.৪২ শতাংশ এবং বীকন ফার্মার ১.২৭ শতাংশ শেয়ার দর কমেছে।
বিজনেস আওয়ার/১ মার্চ, ২০২৩/ এএইচএ