ঢাকা , শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মার্চেই সম্পন্ন হবে সায়েদাবাদ বাস টার্মিনালের কাজ

  • পোস্ট হয়েছে : ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • 60

বিজনেস আওয়ার প্রতিবেদক : সায়েদাবাদ বাস টার্মিনালের কাজ চলতি মার্চ মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (১ মার্চ) মান্ডা খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, যেখানে-সেখানে কাউন্টার, সেই কাউন্টার ঘিরে রাস্তার ওপর গাড়ি রেখে দেওয়া ও যানজট সৃষ্টি করা— এগুলো আর হতে দেওয়া হবে না। এজন্য যে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল, আমরা সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন করেছি ও সেটার পরিসর আমরা বৃদ্ধি করেছি।

তিনি বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালের কাজ চলতি মার্চ মাসের মধ্যেই আমরা সম্পন্ন করতে পারব। সুতরাং সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিক হওয়ার পরে বাইরে যত্রতত্র কাউন্টারের আর প্রয়োজন হবে না। আগামী এপ্রিল মাস থেকেই যেন সব বাস কাউন্টার টার্মিনালের ভেতর চলে আসে আমরা সেই ব্যবস্থা করেছি। পর্যাপ্ত কাউন্টারের ব্যবস্থা করেছি ফলে বাসগুলো সড়কে না রেখে টার্মিনালে রাখতে হবে।

ফজলে নূর তাপস বলেন, টার্মিনালের ভেতর ডিপোর ব্যবস্থা করেছি। গাড়ি রাখার ব্যবস্থা করেছি। সেটা ব্যবহার করতে হবে। তাহলে ঢাকা শহরে একটি শৃঙ্খলা আসবে ও যেখানে সেখানে আর যানজট থাকবে না। আমরা চাই ঢাকাবাসীকে যানজটমুক্ত একটি সচল ঢাকা উপহার দিতে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসেনর সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের।

বিজনেস আওয়ার/১ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মার্চেই সম্পন্ন হবে সায়েদাবাদ বাস টার্মিনালের কাজ

পোস্ট হয়েছে : ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : সায়েদাবাদ বাস টার্মিনালের কাজ চলতি মার্চ মাসের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বুধবার (১ মার্চ) মান্ডা খাল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি মেয়র বলেন, যেখানে-সেখানে কাউন্টার, সেই কাউন্টার ঘিরে রাস্তার ওপর গাড়ি রেখে দেওয়া ও যানজট সৃষ্টি করা— এগুলো আর হতে দেওয়া হবে না। এজন্য যে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন ছিল, আমরা সায়েদাবাদ বাস টার্মিনালের আধুনিকায়ন করেছি ও সেটার পরিসর আমরা বৃদ্ধি করেছি।

তিনি বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালের কাজ চলতি মার্চ মাসের মধ্যেই আমরা সম্পন্ন করতে পারব। সুতরাং সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিক হওয়ার পরে বাইরে যত্রতত্র কাউন্টারের আর প্রয়োজন হবে না। আগামী এপ্রিল মাস থেকেই যেন সব বাস কাউন্টার টার্মিনালের ভেতর চলে আসে আমরা সেই ব্যবস্থা করেছি। পর্যাপ্ত কাউন্টারের ব্যবস্থা করেছি ফলে বাসগুলো সড়কে না রেখে টার্মিনালে রাখতে হবে।

ফজলে নূর তাপস বলেন, টার্মিনালের ভেতর ডিপোর ব্যবস্থা করেছি। গাড়ি রাখার ব্যবস্থা করেছি। সেটা ব্যবহার করতে হবে। তাহলে ঢাকা শহরে একটি শৃঙ্খলা আসবে ও যেখানে সেখানে আর যানজট থাকবে না। আমরা চাই ঢাকাবাসীকে যানজটমুক্ত একটি সচল ঢাকা উপহার দিতে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৯ আসেনর সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের।

বিজনেস আওয়ার/১ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: