ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্ত কমিটি

  • পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক: মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন জানান, মেজর সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কারা ফটকে আসেন। এরপর ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এর আগে ওসি প্রদীপকে সিনহা হত্যা মামলার তদন্ত সংস্থা র‍্যাব চার দফাফ একটানা ১৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্ত কমিটি। যার ফলে তদন্ত প্রতিবেদন জমা দিতে বারবার সময় পিছিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। ঘটনার পরে ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা করেন।

এ মামলায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরমধ্যে এপিবিএনের তিন সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এছাড়া জবানবন্দি দিয়েছেন পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিত।

বিজনেস আওয়ার/০২ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্ত কমিটি

পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক: মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা কারাগার ফটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন জানান, মেজর সিনহা নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল কারা ফটকে আসেন। এরপর ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এর আগে ওসি প্রদীপকে সিনহা হত্যা মামলার তদন্ত সংস্থা র‍্যাব চার দফাফ একটানা ১৫ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের কারণে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্ত কমিটি। যার ফলে তদন্ত প্রতিবেদন জমা দিতে বারবার সময় পিছিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। ঘটনার পরে ৫ আগস্ট সিনহার বড় বোন শারমিন ওসি প্রদীপ, পরিদর্শক লিয়াকতসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা করেন।

এ মামলায় এ পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও টেকনাফ পুলিশের করা মামলার তিন সাক্ষীসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এরমধ্যে এপিবিএনের তিন সদস্য আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এছাড়া জবানবন্দি দিয়েছেন পরিদর্শক লিয়াকত ও এসআই নন্দ দুলাল রক্ষিত।

বিজনেস আওয়ার/০২ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: