বিজনেস আওয়ার প্রতিবেদক: বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ দিন ধার্য করেন।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল ও এহসানুল হক সমাজি শুনানি শেষ করেন।
এরপর আসামি পক্ষের আইনজীবীরা ১৩ আসামির পক্ষে তাদের শুনানি শেষ করেন। অপর আসামিদের পক্ষে শুনানি শেষ না হওয়ায় আদালত ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের জন্য নতুন দিন ধার্য করেন।
উল্লেখ্য, ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ব্যাপক মারধর করে। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ওই ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।
বিজনেস আওয়ার/০২ সেপ্টেম্বর, ২০২০/এ