ঢাকা , রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা ওয়ার্কশপ

  • পোস্ট হয়েছে : ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • 39

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ গ্রুপের শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ ওয়ার্কশপের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. খায়রুল আলম রাসেল।

অভিযোগ আছে শিক্ষার্থীরা ক্লাসে আসে না জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, আসবে কি করে, তারা তো মজা পায় না। আমরা যদি শিক্ষার্থীদের ক্লাসে মজা দিতে পারি, সঠিক শিক্ষা দিতে পারি তাহলে শিক্ষার্থীরা অবশ্যই ক্লাসে আসবে।

আরও বলেন, সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শেয়ারবাজার সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে হবে, এর বিকল্প নেই।

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ও উন্নত দেশের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে আমাদের দেশে বিশাল পুঁজির দরকার জানিয়ে বিআইসিএমর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, এই পুঁজির অন্যতম মাধ্যম হতে পারে দেশের শেয়ারবাজার। এই পুঁজি মূলত সাধারণ মানুষের কাছ থেকে আসে। তাই শেয়ারবাজারে আপনার বিনিয়োগ যাতে নিরাপদ হয় সেটা আপনাকেই নিশ্চিত করতে হবে। আর সে লক্ষ্যেই শেয়ারবাজার সম্পর্কে সঠিক শিক্ষা প্রদানের জন্য বিআইসিএম কাজ করে যাচ্ছে। এখান থেকে সঠিক শিক্ষা নিয়ে তা বাস্তবায়ন করতে পারলেই আমাদের আমাদের সার্থকতা। বিআইসিএমর অনুষদ সদস্যরা ওয়ার্কশপটি পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. বিন কাশেম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিআইসিএমর পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এসএম মুজাহিদুল ইসলাম।

বিজনেস আওয়ার/২ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা ওয়ার্কশপ

পোস্ট হয়েছে : ০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ গ্রুপের শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ ওয়ার্কশপের আয়োজন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. খায়রুল আলম রাসেল।

অভিযোগ আছে শিক্ষার্থীরা ক্লাসে আসে না জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, আসবে কি করে, তারা তো মজা পায় না। আমরা যদি শিক্ষার্থীদের ক্লাসে মজা দিতে পারি, সঠিক শিক্ষা দিতে পারি তাহলে শিক্ষার্থীরা অবশ্যই ক্লাসে আসবে।

আরও বলেন, সারাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে শেয়ারবাজার সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে হবে, এর বিকল্প নেই।

সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ও উন্নত দেশের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে আমাদের দেশে বিশাল পুঁজির দরকার জানিয়ে বিআইসিএমর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, এই পুঁজির অন্যতম মাধ্যম হতে পারে দেশের শেয়ারবাজার। এই পুঁজি মূলত সাধারণ মানুষের কাছ থেকে আসে। তাই শেয়ারবাজারে আপনার বিনিয়োগ যাতে নিরাপদ হয় সেটা আপনাকেই নিশ্চিত করতে হবে। আর সে লক্ষ্যেই শেয়ারবাজার সম্পর্কে সঠিক শিক্ষা প্রদানের জন্য বিআইসিএম কাজ করে যাচ্ছে। এখান থেকে সঠিক শিক্ষা নিয়ে তা বাস্তবায়ন করতে পারলেই আমাদের আমাদের সার্থকতা। বিআইসিএমর অনুষদ সদস্যরা ওয়ার্কশপটি পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. বিন কাশেম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিআইসিএমর পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এসএম মুজাহিদুল ইসলাম।

বিজনেস আওয়ার/২ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: